টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে আইপিএল থেকে দেশে ফিরে এসেছিলেন মোস্তাফিজুর রহমান। গতকাল মঙ্গলবার সন্ধ্যার ফ্লাইটে ঢাকায় এসেছেন চেন্নাই সুপার কিংসের এই টাইগার পেসার।
কাজ সেরে আগামী শুক্রবারে দলটির পরবর্তী ম্যাচের আগের ভারতে ফিরে যাওয়ার কথা ছিল মোস্তাফিজের। তবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আগামী ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন বাঁহাতি পেসার, জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’।
যদি মোস্তাফিজ আগামী ম্যাচে খেলতে না পারেন তাহলে চেন্নাই একাদশে সুযোগ পেতে পারেন রহস্যময় লঙ্কান স্পিনার মাহিশ থিকশানা।
আর যদি চেন্নাই মনে মোস্তাফিজের পরিবর্তে দেশীয় কোনো ক্রিকেটারকে খেলাবেন সেক্ষেত্রে তারা বেছে নেবে মুকেশ চৌধুরীকে। যদিও পাজরের ইনজুরির কারণে ২০২২ সালের পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি মুকেশ।
চলতি আসরে এখন পর্যন্ত চেন্নাইয়ের খেলা ৩টি ম্যাচের সবগুলোতেই খেলেছেন মোস্তাফিজ। বল হাতেও টাইগার পেসার ছিলেন দুর্দান্ত। ১৫.১৪ গড়ে রান খরচায় শিকার করেছেন ৭টি উইকেট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।