ঢাকাThursday , 16 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

চূড়ান্ত হলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল, জায়গা পেল যারা

BDKL DESK
October 16, 2025 8:45 pm
Link Copied!

চূড়ান্ত হলো আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দেশ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আরব আমিরাত। বিশ্বকাপে এশিয়ার সবচেয়ে বেশি আট দেশ খেলবে। আর পুরো টুর্নামেন্টে চমক প্রথমবার অংশ নেয়ার অপেক্ষায় থাকা ইতালি।

বিশ্বকাপ শুরুর তারিখ এখনও চূড়ান্ত নয়। কিন্তু ঠিক হয়ে গেছে অংশগ্রহণকারী ২০ দেশ। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ের শেষ ম্যাচে জাপানাকে ৮ উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে আরব আমিরাত পেয়েছে বিশ্বকাপের টিকিট। এই অঞ্চল থেকে বুধবার নেপাল ও ওমান আরও একবার নিশ্চিত করে বিশ্বকাপ খেলা।

২০ দেশ এসেছে তিন পথ ধরে। স্বাগতিক হিসেবে সরাসরি ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণ নিশ্চিত দু’বছর আগে থেকেই। এই দু’দেশ বাদে ২০২৪ বিশ্বকাপের সেরা সাত দল সরাসরি পেয়েছে অংশগ্রহণের টিকিট। যে তালিকায় আছে বাংলাদেশও। আর র‍্যাঙ্কিং বিবেচনায় পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকেও খেলতে হয়নি বাছাই পর্ব।

বাকি আট দেশ এসেছে চার মহাদেশের বাছাই পর্ব থেকে। ৮৭ দেশ অংশ নিয়েছে সেখানে। ১৮৮ ম্যাচের মাত্র দুটি বাকি। পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগছে প্রায় ৫০০ দিন। এশিয়া থেকে সর্বোচ্চ তিন, ইউরোপ ও আফ্রিকা থেকে ২টি করে আর আমেরিকা থেকে ১ দেশ।

বাছাইপর্বে চমক দেখিয়েছে ইতালি। প্রথমবার আইসিসির মেগা টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে জো বার্নসের দেশ।

মূলপর্বের ফরম্যাট এবারও অপরিবর্তিত। ৪ গ্রুপে খেলবে ৫ টি করে দল। এরপর সুপার এইট, সেমিফাইনাল পেরিয়ে ফাইনাল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।