ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সকাল দশটায় ভারত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন টাইগাররা। ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর আসেন মাহমুদুল্লাহ রিয়াদরা।
হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছাড়া দলের সঙ্গে ছিলেননা আর কোন বিদেশি কোচিং স্টাফ। বোলিং কোচ অ্যালান ডোনাল্ড আগেই জানিয়ে দেন তিনি আর টাইগারদের সাথে থাকছেননা। গণমাধ্যমের সাথে কথা বলেননি কোন ক্রিকেটারই। এবার কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন মিরাজ, মুশফিকরা।
এরপর ২৭ নভেম্বর নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে আবারো অনুশীলন শুরু করবেন সাকিব আল হাসানরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।