আমিরুল ইসলাম মাথা চাপড়াতেই পারেন। পেনাল্টি স্ট্রোক থেকে গোলটি করতে পারলে বাংলাদেশের সামনে শুধু বিশ্বকাপে খেলাই নয়, জুনিয়র এশিয়া কাপের সেমিফাইনাল খেলার সম্ভাবনাও তৈরি হতো। দুর্ভাগ্য সেটি হলো না! চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করায় বাংলাদেশকে গ্রুপে তৃতীয় হয়ে পঞ্চম-থেকে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। প্রতিপক্ষ অবশ্য অপেক্ষাকৃত দুর্বল থাইল্যান্ড। সেক্ষেত্রে ম্যাচ জিততে পারলে বিশ্বকাপে খেলার স্বপ্ন সত্যি হবে।
‘বি’ গ্রুপে চার ম্যাচে এক জয় ও দুই ড্র এবং এক হারে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ। এক পয়েন্ট কম নিয়ে চীন চতুর্থ স্থানে, পাকিস্তান শীর্ষে। এরপরই আছে মালয়েশিয়া।
রবিবার ওমানের মাস্কটে চীনের সঙ্গে সমান তালে লড়াই করেছে বাংলাদেশ। বিল্ডআপ করে খেলার পাশাপাশি আক্রমণে ওঠার চেষ্টা করে একটি গোল করতে সমর্থ হয়েছে। বিপরীতে লং পাসে খেলে চীন একাধিক গোলের সুযোগ পেলেও একটির বেশি করতে পারেনি।
প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে চীনের দুটি গোলের চেষ্টা রুখে দিয়েছেন গোলকিপার মোহাম্মদ নয়ন। তৃতীয় কোয়ার্টারে এসে হয়েছে দুই গোল। ৪১ মিনিটে সতীর্থের পাসে মোহাম্মদ আলী জোরালো রিভার্স হিটে পোস্ট কাঁপান। ৪৮ মিনিটে ওয়াং ইবো পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতায় ফেরান। ৫৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আবারও গোল করতে ব্যর্থ বাংলাদেশ। আমিরুল ইসলাম গোলকিপারের ডান দিক দিয়ে বাইরে মেরে সুযোগ নষ্ট করেছেন। শেষ মিনিটে খেলা আরও জমে ওঠে। পেনাল্টি কর্নার থেকে চীন পোস্ট ভেদ করলেও আম্পায়াররা সেটি বাতিল করে দেন। এ নিয়ে সময়ক্ষেপণ হলেও সিদ্ধান্ত বদল হয়নি। বাংলাদেশ শিবিরে তখন ড্রয়ের উল্লাস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।