ঢাকাWednesday , 22 January 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

চিটাগাং কিংসের স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

BDKL DESK
January 22, 2025 3:24 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর দিয়ে দীর্ঘ দিন পর টুর্নামেন্টটিতে প্রত্যাবর্তন হয় চিটাগাং কিংসের। ফিরেই চমক লাগিয়ে দিয়েছে বন্দর নগরীর দলটি। এখন পর্যন্ত তারা আট ম্যাচ খেলে রয়েছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং, তিন ইউনিটেই এবারের আসরে অন্যতম ধারাবাহিক দল কিংস।
যদিও লিগ পর্বের শেষদিকে এসে বড় ধাক্কা খেতে হচ্ছে দলটিকে। বোলিং অ্যাকশন নিয়ে আটকা পড়ছেন দলটির অন্যতম সেরা বোলার আলিস আল ইসলাম। এবারের বিপিএলে আলিস কিংসদের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করছেন। ৭ ম্যাচে পেয়েছেন ১১ উইকেট। কিন্তু দলের কার্যকরী এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন। যে কারণে তাকে দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা।

সবশেষ রোববার (১৯ জানুয়ারি) কিংসের হয়ে খেলেছিলেন আলিস। ফরচুন বরিশালের বিপক্ষে ওই ম্যাচে বল হাতে করেছিলেন ৩ ওভার, যদিও পাননি কোনো উইকেট। সেদিনই তার বোলিং অ্যাকশন নিয়ে উঠে প্রশ্ন। অবশ্য পরের ম্যাচে খেলেননি আলিস।

তবে বুধবার (২২ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলছেন তিনি। আর এই দিনেই জানা গেল তার বোলিং অ্যাকশন নিয়ে দিতে হবে নতুন করে পরীক্ষা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির একটি সূত্র। আগামী শনিবার (২৫ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলায় বোলিং অ্যাকশান পরীক্ষা দিতে হবে আলিসকে।

এর আগেও একবার বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় পড়েছিলেন আলিস আল ইসলাম। বিপিএলে ২০১৯ সালে নিজের অভিষেক আসরে তিনি নেমেছিলেন রংপুর রাইডার্সের জার্সিতে। সেবারেও প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং অ্যাকশন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।