আসন্ন বিপিএলে চিটাগাং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন পাকিস্তানের কিংবদন্তী শহীদ আফ্রিদি। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন চিটাগাং কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা সামি কাদের চৌধুরী।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুরু থেকেই আছেন শহীদ আফ্রিদি। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে শহীদ আফ্রিদি খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে। কিন্তু ২০১৩ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিএসিবি) নিষেধাজ্ঞার কারণে তাকেও দেখা যায়নি বিপিএলের দ্বিতীয় আসরে।
সব মিলিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে একাধিক দলের হয়ে ৩৫ ইনিংস খেলেছেন আফ্রিদি। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে মোট ৩৫৭টি বল খেলেছেন তিনি, রান করেছেন মোট ৫৩৯। হাফ-সেঞ্চুরি আছে মাত্র একটি। এছাড়া বিপিএলে মোট ৩৮টি চার ও ৩৮টি ছক্কা মেরেছেন আফ্রিদি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।