ঢাকাMonday , 3 February 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

চিটাগংকে উড়িয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বরিশাল

BDKL DESK
February 3, 2025 10:22 pm
Link Copied!

আগেরবার চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও কি সেই পথেই এগোচ্ছে ফরচুন বরিশাল? চিটাগং কিংসকে রীতিমত উড়িয়ে দিয়ে সবার আগে ফাইনালে নাম লেখালো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। যে দল জিতবে, তারাই নাম লেখাবে ফাইনালে। পরাজিত দল অবশ্য আরেকটি সুযোগ পাবে। বরিশাল যেন সেই সমীকরণে যেতে চাইলো না।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চিটাগংকে ৯ উইকেটের ব্ড় ব্যবধানে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে গেলো তারা। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে। দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারায় মেহেদী হাসান মিরাজের খুলনা।

লক্ষ্য ১৫০। রান তাড়ায় দেখেশুনে শুরু করেন তামিম ইকবাল আর তাওহিদ হৃদয়। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৪০ রান তোলে বরিশাল। তামিম-হৃদয়ের উদ্বোধনী জুটিতে উঠে ৫৫ রান। তবে বল খরচ হয়ে যায় ৫২টি।

খালেদ আহমেদকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হয়ে ফেরেন তামিম। বরিশাল অধিনায়ক ২৬ বলে ৪ বাউন্ডারিতে করেন ২৯।

এরপর ডেভিড মালানকে নিয়ে ম্যাচ জেতানো জুটি গড়েন হৃদয়। ৪৫ বলে ফিফটি করার পর হাত খোলেন তিনি। বাউন্ডারি হাঁকিয়েই ম্যাচ শেষ করেন হৃদয়। ৫৬ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংসে ৯টি চার আর ২টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটার। মালান অপরাজিত থাকেন ২২ বলে ৩৪ করে। ১৬ বল হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল।

এর আগে চিটাগং কিংস টপঅর্ডারের পাঁচ ব্যাটারের চারজনই আউট হন দশের নিচে। শামীম পাটোয়ারী সেখান থেকে হাল ধরলেন। বলতে গেলে একাই লড়াই করলেন এবং সেটি তার ঝড় তোলা স্টাইলেই। শামীমের ৪৭ বলে ৭৯ রানের ইনিংসের পরও অবশ্য চিটাগং কিংস থেমে গেছে ৯ উইকেটে ১৪৯ রানেই।

শেরে বাংলায় টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে চিটাগং। খাজা নাফে ৪, গ্রাহাম ক্লার্ক ৬, মোহাম্মদ মিঠুন ১ আর হায়দার আলি ফিরে যান ৭ করেই। পাওয়ার প্লের মধ্যে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে চিটাগং।

সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন পারভেজ হোসেন ইমন আর শামীম পাটোয়ারী। পঞ্চম উইকেটে ৫০ বলে ৭৭ রান যোগ করেন তারা।

রিশাদ হোসেন নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরান ইমনকে। বল সমান ৩৬ রানের ইনিংসে ৩টি চার আর ২টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ওপেনার।

বিজ্ঞাপন

শামীম বরাবরের মতো শুরু থেকেই মারমুখী ছিলেন। ২৯ বলে ফিফটি তুলে নেন তিনি। চার-ছক্কায় মাঠ গরম করে রাখেন একাই।

১৯তম ওভারে বল হাতে নিয়ে চারটি উইকেট নেন বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলি। সবমিলিয়ে ২৪ রানে পূর্ণ করেন ফাইফার (৫ উইকেট)।
Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

ওই ওভারেই মারকুটে শামীমকেও ফেরান আলি। ৪৭ বলে ৯ চার আর ৪ ছক্কায় শামীমের ইনিংসটি ছিল ৭৯ রানের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।