ঢাকাSunday , 24 November 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

চাহালের দাম ১৮ কোটি, ম্যাক্সওয়েলও গেলেন একই দলে

Sahab Uddin
November 24, 2024 9:51 pm
Link Copied!

ক্রিকেটপ্রেমীদের নজর আজ আইপিএলের মেগা নিলামের দিকে। বিশ্বের সবথেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের নিলামও টানটান উত্তেজনাপূর্ণ। আজও তার ব্যতিক্রম নয়। দুই দিন ধরে চলা নিলামের আজ প্রথম দিন। নিলামের শুরুতেই ঝড় তুলেছিলেন শ্রেয়াস আইয়্যার ও রিশব পন্ত।

আইপিএলের সবথেকে দামী ক্রিকেটার এখন রিশব পন্ত। ভারতের হয়ে চলতি বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

আজ আইপিএলের নিলাম শুরু হওয়ার পরপরই সবথেকে দামী ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েন শ্রেয়াস আইয়্যার। গতবারের নিলামে সবথেকে বেশি দামী ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রূপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই রেকর্ড আজ নিলামের শুরুতেই ভাঙেন শ্রেয়াস আইয়ার। গতবার শ্রেয়াসের অধীনেই শিরোপা জিতে কলকাতা। তবে এবার আর তাকে ধরে রাখেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আজকের মেগা নিলামে শ্রেয়াসকে দলে পেতে নিলাম যুদ্ধে নেমেছিল কয়েকটি দল। এ যুদ্ধে ছিল কলকাতাও। আর তাতে চড়তে থাকে তার দাম। শেষ পর্যন্ত এ যুদ্ধে জয়ী হয়েছে পাঞ্জাব কিংস। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব।

তবে শ্রেয়াসের রেকর্ড ২০ মিনিটেই ভেঙে দেন রিশব পন্ত। পন্তকে দলে পেতে একাধিক দল যে নিলাম যুদ্ধে নামবে তা আগেই ধারণা করা হয়েছিল। হয়েছেও তাই। পন্তকে দলে নেয়ার দৌড়ে ছিল লক্ষ্ণৌ, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লীও। লক্ষ্ণৌয়ের ডাক ২০ কোটি ৭৫ লাখ রুপিতে পৌছালে আরটিএম কার্ড ব্যবহার করে তাকে ধরে রাখার সুযোগ ছিল দিল্লীর।

তবে পন্তের সাবেক দলকে আর এই সুযোগ দেয়নি লক্ষ্ণৌ। শেষবারের সুযোগে একবারেই ৬ কোটি ২৫ লাখ দাম বাড়ায় লক্ষ্ণৌ। এরপর আর কোনো দলই আগ্রহ না দেখালে ২৭ কোটি রূপিতে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েন পন্ত।

এদিকে লম্বা সময় ধরেই ভারতের জাতীয় দলে নেই যুজবেন্দ্র চাহাল। তবে তিনি যে ফুরিয়ে যাননি তাই এবার প্রমাণ করেছেন। তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গিয়েছিল আজকের নিলামে। চাহালকে দলে ভেড়াতে পাঞ্জাব কিংসের মতো আগ্রহী ছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে শেষ পর্যন্ত তাকে পেয়েছে পাঞ্জাবই। তাকে নিতে দলটি খরচ করেছে ১৮ কোটি রুপি।

এদিকে আজকের নিলামে ক্রিকেটপ্রেমীদের চোখ ছিল গ্লেন ম্যাক্সওয়েলের দিকেও। তাকে কোন দল কিনে তা জানতে অনেকেই টিভি পর্দায় চোখ রেখেছিলেন। অজিদের মারকুটে এই ব্যাটারের দাম অবশ্য খুব বেশি ওঠেনি এবার। ৪ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। ম্যাক্সওয়েল আগেও দুই দফায় ৫ মৌসুম খেলেছেন পাঞ্জাবের হয়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।