বিশ্বকাপের শুরুটা দারুণভাবে রাঙালো ভারত। তবে রোহিত শর্মাদের বিপদে পড়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। ছোট লক্ষ্য দিয়েও বোলিংয়ের শুরুটা যেভাবে করেছিল অস্ট্রেলিয়া, তাতে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল ভারতের। কিন্তু চাপ সামলে দলকে জয় এনে দিয়েছেন লোকেশ রাহুল এবং বিরাট কোহলি।
রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করে ভারতকে ২০০ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে ভারতীয়রা। সেখান থেকে ১৬৫ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন রাহুল এবং কোহলি। দুজনেই সেঞ্চুরির কাছে গেলেও কেউই অবশ্য ছুঁতে পারেননি তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার। কোহলি ৮৫ রানে আউট হলেও রাহুল ৯৭ রানে অপরাজিত থাকেন।
ইনিংসের চতুর্থ বলে ইশান কিষাণকে স্লিপে ক্যামেরন গ্রিনের ক্যাচ বানান মিচেল স্টার্ক। গোল্ডেন ডাক মারেন ভারতীয় ওপেনার। তাকে ফিরিয়ে বিশ্বকাপে ৫০তম উইকেট নেন অস্ট্রেলিয়ান পেসার। আরেক ওপেনার রোহিত শর্মাও রানের খাতা না খুলে বিদায় নেন। জশ হ্যাজেলউড তার তৃতীয় বলে ভারতের অধিনায়ককে এলবিডব্লিউ করেন। একই ওভারের শেষ বলে শ্রেয়াস আইয়ার শর্ট কভারে ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ হন। তিনিও খালি হাতে ফেরেন।
শুরুতেই উইকেট হারালেও টসে জেতা অস্ট্রেলিয়া বড় ইনিংসের আশা জাগায়। কিন্তু ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ বাদে অন্যরা ব্যর্থ। ভারতের স্পিনারদের ঘূর্ণিতে দুইশও করতে পারেনি অজিরা। ৪৯.৩ ওভারে ১৯৯ রানে তাদের অলআউট করে স্বাগতিকরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।