ঢাকাFriday , 17 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

চাইনিজ তাইপের বিপক্ষে রাতে মাঠে নামবে বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে

BDKL DESK
October 17, 2025 12:55 pm
Link Copied!

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। শুক্রবার (১৭ অক্টোবর) জর্ডানের আকাবায় বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত বাছাইপর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। মূল পর্বে ওঠার জন্য বাংলাদেশকে এই ম্যাচে জিততেই হবে।

বাছাইপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটে সূরভী আকন্দ প্রীতির গোলে এগিয়ে গেলেও ৮৯তম মিনিটে রক্ষণভাগের ভুলে গোল হজম করে ১-১ ড্র করেছিল বাংলাদেশ। অন্যদিকে চাইনিজ তাইপে তাদের আগের ম্যাচে জর্ডানকে ৬-১ গোলে হারিয়েছে। এই পরিস্থিতিতে, যদি জর্ডান বাংলাদেশের বিরুদ্ধে ড্র করে, তবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তাই বাংলাদেশকে অবশ্যই জেতার প্রয়োজন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের হেড কোচ সাইফুল বারি টিটু বলেন, ‘ম্যাচ জেতা ছাড়া কোনো বিকল্প নেই। চাইনিজ তাইপে শক্তিশালী দল, তবে আমাদের রক্ষণভাগের ভুলগুলো এড়াতে হবে এবং গোলের সুযোগ কাজে লাগাতে হবে। আমরা মানসিকভাবে প্রস্তুত এবং আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে চাই। একটি মাত্র গোলও ম্যাচের মোমেন্টাম পরিবর্তন করতে পারে।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নারী ফুটবলে সোনালি অধ্যায় চলছে। এ বছর বাংলাদেশের নারী দল ইতোমধ্যেই সিনিয়র এএফসি এশিয়ান কাপ এবং প্রথমবার অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে। এবার অনূর্ধ্ব-১৭ দলও একই ইতিহাস তৈরি করতে চায়।

চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের ম্যাচটি দেশের কোনো টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে না। তবে এই ম্যাচটি ইউটিউবে দেখা যাবে। দর্শকরা ইউটিউবে ‘Jordan Football’ লিখে সার্চ করে লাইভ খেলাটি দেখতে পারবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।