বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। শিরোপার লড়াইয়ে নামতে প্রস্তুত দলগুলো। মাঠের লড়াইয়ে নামার ঠিক আগ মুহূর্তে এসে বিদেশি এক তারকাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
ইংল্যান্ডের মারকুটে ব্যাটার ফিল সল্টকে দলে ভেড়াল চট্টগ্রাম। সরাসরি চুক্তিতে এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে নিয়েছে বন্দর নগরীর দলটি। যদিও টুর্নামেন্টের শুরু থেকে সল্টকে পাবে না চট্টগ্রাম।
এসএ টোয়েন্টি লিগ শেষ করে দলের সাথে যোগ দেবেন সল্ট। তার দল প্রিটোরিয়া ক্যাপিটালস ফাইনালে উঠলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বিপিএলে আসবেন সল্ট।
২৮ বছর বয়সী সল্ট ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ২১টি। এরই মধ্যে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন এই ফরম্যাটে। স্ট্রাইকরেটটাও চোখ কপালে ওঠার মতো, ১৬৫.৯৭! এমন একজন ব্যাটার দলে যোগ দিলে চট্টগ্রামের শক্তি বাড়বে বৈকি!
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।