শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উশুতে সেরা হয়েছে চট্টগ্রাম বিভাগ। শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে, তিন দিনব্যাপী এ ডিসিপ্লিনের খেলা শেষে চট্টগ্রাম ৫ স্বর্ণ, ৩ রুপা ও ৬ ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়।
৫টি স্বর্ণ, ৩টি রুপা ও ৩টি ব্রোঞ্জ জিতে দলগতভাবে দ্বিতীয় হয়েছে খুলনা বিভাগ। আর ২ স্বর্ণ,৫ রুপা ও ৬ ব্রোঞ্জ জিতে রাজশাহী বিভাগ তৃতীয় হয়েছে।
রংপুর বিভাগ ১ স্বর্ণ ও ৩ রুপা জিতে চতুর্থ,ঢাকা ১ স্বর্ণ,২ রৌপ্য ও ৪ ব্রোঞ্জ জিতে পঞ্চম,সিলেট ১ স্বর্ণ, ১ রৌপ্য ও ২ ব্রোঞ্জ জিতে ষষ্ঠ,ময়মনসিংহ ১ স্বর্ণ ও ২ ব্রোঞ্জ জিতে সপ্তম এবং বরিশাল বিভাগ ১ রুপা ও ২ ব্রোঞ্জ জিতে অষ্টম হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।