চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ঘরের মাঠের বিশ্ব আসর নিয়ে এখন থেকেই স্বপ্ন বুনতে শুরু করেছেন টাইগ্রেসরা। রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপ নিয়ে নিজেদের স্বপ্নের কথা জানিয়েছেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা।
ঘরের মাঠে গত বছরটা দারুণ কাটলেও সর্বশেষ অস্ট্রেলিয়া এবং চলমান ভারত সিরিজে নিগারদের পারফরম্যান্স বেশ হতাশাজনক। দলের করুণ পারফরম্যান্সের কারণে দর্শকদের মধ্যেও তীব্র অনীহা লক্ষ্য করা গেছে। তবে বিশ্বকাপ নিয়ে বেশ আশাবাদী টাইগ্রেস অধিনায়ক নিগার।
বিশ্বকাপের সূচি ঘোষণার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতি বলেন, ‘প্রত্যেকটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশে বিশ্বকাপ খেলার। সবাই খেলে, কিন্তু খুবই কম সংখ্যক খেলোয়াড় এটা করতে পারে। আমাদের দলে যারা আছি এবং কমবেশি হয়তো এখান থেকে সবাই খেলবেন। তারা অনেক বেশি সৌভাগ্যবান যে বাংলাদেশের মাটিতে আমরা বড় টুর্নামেন্টে, বাংলাদেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করতে পারব।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেক বেশি রোমাঞ্চিত। একটু টেনশনও কাজ করছে। কারণ হোম দর্শক থাকবে। সবাই চাইবে আমরা ভালো করি। আমরা এখন কঠিন সময় পার করছি। হয়তো অনেকের অনেক সংশয় আসতে পারে। কিন্তু তবুও বলব যে এই দলটা অনেক ভালোও করছে। আমাদের হাতে যে সময় আছে, আমরা যদি আরেকটু ভালোভাবে প্রস্তুত হতে পারি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফ বেশ নিম্নগামী। চারটি আসর খেলে তিনটিতেই জয়হীন থাকতে হয়েছে টাইগারদের। তবে এবারের বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে চায় টাইগ্রেসরা। পরিচিত কন্ডিশন এবং দর্শকদের সমর্থনে বিশ্বকাপটা রাঙাতে পারবেন বলে মনে করেন নিগার সুলতানা।
নিগার বলেন, ‘নিজেদেরকে যদি আরেকটু ভালোভাবে তুলে ধরতে পারি। আমার কাছে মনে হয় আমাদের যে আক্ষেপটা আছে, আমরা যে চারটা বিশ্বকাপ খেলেছি ২০১৪ ছাড়া আর কোনোটিতে ম্যাচ জিততে পারিনি। আমাদের ফোকাস প্রথমে থাকবে যেন আমরা ম্যাচ জিততে পারি বাস্তবসম্মতভাবে। অবশ্যই সবার যদি সাপোর্ট, দোয়া পাই বিশ্বকাপটা হয়তো আমরা রঙিন করে রাখতে পারবো।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।