ঢাকাTuesday , 27 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

গ্লোবাল সুপার লিগে রিশাদদের পাওয়া নিয়ে যা বললেন সোহান

BDKL DESK
May 27, 2025 10:27 pm
Link Copied!

গত বছর প্রথমবারের মতো পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি নিয়ে ক্যারিবিয়ান ভূমিতে আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লিগ (জিএসএল)। অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স। এবারের আসরেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর অংশ নিতে যাচ্ছে।

ইতোমধ্যেই গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের সূচি প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৩ জুলাই থেকে। অংশগ্রহণকারী প্রতিটি দল লিগপর্বে চারটি করে ম্যাচ খেলবে। এরপর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে ১৮ জুলাই। একই সময়ে রয়েছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সিরিজ। সে কারণে রংপুর ফ্র্যাঞ্চাইজির দেশীয় ক্রিকেটার পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে।

এই বিষয়ে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান আজ (মঙ্গলবার) গণমাধ্যমকে বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজের কারণে এনওসির একটা ইস্যু আছে। শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড দেওয়ার পর জানা যাবে কে কে থাকছে। এটা একটা বড় ইভেন্ট। গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবারও লক্ষ্য থাকবে ভালো শুরুর। যেহেতু জাতীয় দলের সূচির সঙ্গে সংঘর্ষ হচ্ছে, একটু সমস্যা তো হবেই। তবে ওইখান থেকেই সম্ভাব্য সেরা দল যেটা করা যায় সেটা করতে হবে।’

জিএসএলের মান ও সুযোগ-সুবিধা আন্তর্জাতিক মানের বলেও উল্লেখ করেন গতবারের শিরোপাজয়ী অধিনায়ক, ‘টুর্নামেন্টটা অনেক বড়। শেষবার যখন গিয়েছি, তখন গিয়ে দেখলাম সুযোগ-সুবিধা থেকে শুরু করে সবকিছু আন্তর্জাতিক মানের। আমার কাছে মনে হয়, এটা ভালো সুযোগ যে বাংলাদেশ থেকে একটা দল প্রতিনিধিত্ব করতে পারছে। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে নিজেদের সেরাটা দেওয়ার।’

এর আগে রংপুরকে আমন্ত্রণ জানিয়ে জিএসএল চেয়ারম্যান ক্লাইভ লয়েড বলেছেন, আমরা গতবারের চ্যাম্পিয়ন দলকে আবারও স্বাগত জানাতে পেরে আনন্দিত। রংপুর রাইডার্স গত বছর অসাধারণ দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছে এবং তারা সত্যিকার অর্থেই যোগ্য বিজয়ী। গায়ানায় তাদের ফিরে আসার জন্য আমরা উদগ্রীব হয়ে অপেক্ষা করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।