ঢাকাThursday , 14 November 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

গ্লোবাল সুপার লিগে রংপুরকে চ্যাম্পিয়ন দেখতে চান আশরাফুল

Sahab Uddin
November 14, 2024 9:51 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই মাঠে নামার সুযোগ পাচ্ছে রংপুর রাইডার্স। গায়ানাতে আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের। যেখানে অংশ নেবে ৫ দেশের ৫ ফ্র্যাঞ্চাইজি। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের সঙ্গে অংশ নেবে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল। প্রায় ১২ কোটি টাকা প্রাইজমানির এ টুর্নামেন্টের পর্দা নামবে ৭ ডিসেম্বর।

টুর্নামেন্টে অংশ নিতে নিজেদের দল গুছিয়ে নিয়েছে রংপুর রাইডার্স। এবার প্রস্তুতি শুরু করছে দলটি। আজ বৃহস্পতিবার মিরপুরের বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করে নুরুল হাসান সোহানের দল। সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে অনুশীলন করছে দলটি। আসন্ন এই আসরে ফাইনাল খেলতে চায় রংপুর, লক্ষ্য থাকবে শিরোপা জয়ে।

আশরাফুল বলেন, ‘অবশ্যই সহজ হবে না। কঠিন হবে। তারপরও আমি মনে করি যে এটা আমাদের স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। গ্লোবাল টি-টোয়েন্টি, এটা পুরো বিশ্বে সবাই ফোকাস করবেন যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন। আমাদের দেশ থেকে প্লেয়ার অতটা সুযোগ পায় না গ্লোবালে যে টুর্নামেন্টগুলো হয়।’

‘তো এটা একটা সুযোগ আমাদের প্লেয়ারদের জন্য। কঠিন হবে। তবুও আমার মনে হয় আমাদের সবার দলগত পারফরম্যান্স যদি ভালো থাকে, ব্যক্তিগত পারফরমান্সও যদি ভালো করে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো সবার থাকে। তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা।’

বিপিএলের সর্বশেষ ড্রাফট থেকে রংপুরে নাম লেখানো মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, সাইফ হাসান, শেখ মেহেদী, কামরুল ইসলাম রাব্বি আছেন স্কোয়াডে। এছাড়া ফরচুন বরিশালের লেগ স্পিনার রিশাদ হোসেন, খুলনা টাইগার্সের আফিফ হোসেন, সিলেট স্ট্রাইকার্সের আরাফাত সানিকে গ্লোবাল সুপার লিগের জন্য নিজেদের দলে নিয়েছে রংপুর। বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাঁচ জনের সঙ্গে চুক্তি সেরেছে রংপুর। ক্যারিবিয়ান অলরাউন্ডার ম্যাথু ফোর্ডের সঙ্গে যুক্তরাজ্যের টপঅর্ডার ব্যাটার ওয়েইন ম্যাডসেন ও পেসার জ্যাক চ্যাপেল এবং যুক্তরাষ্ট্রের ব্যাটার স্টিভেন টেইলর ও অলরাউন্ডার হারমিত সিং খেলবেন রংপুরের হয়ে।

দল নিয়ে আশরাফুল বলেন, ‘রংপুর দল হিসেবে খুবই ভালো। আমরা জানি যে বিপিএলে এটি দল হিসেবে তিন-চারটি দলের একটি। প্রচুর গোছানো একটা দল। এই দলের অংশ হতে পেরে ভালো লাগছে। আরও তিন দিন আমরা অনুশীলন করব, এরপর একটি অনুশীলন ম্যাচ খেলব। ওয়েস্ট ইন্ডিজেও আরও চার দিন অনুশীলন করব। ভালো পরিবেশে কাজ করতে অবশ্যই ভালো লাগে।’

আগামী ২৬ নভেম্বর গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের পর্দা উঠবে। ৭ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এই আসরের। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। যেখানে সবার সঙ্গেই সবার খেলা থাকবে গ্রুপ পর্বে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।