ঢাকাTuesday , 13 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

গ্লোবাল সুপার লিগে রংপুরকে স্বাগত জানাতে পেরে আনন্দিত ক্লাইভ লয়েড

BDKL DESK
May 13, 2025 9:27 pm
Link Copied!

গায়ানায় শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) দ্বিতীয় আসর। আগামী ১০ জুলাই শুরু হয়ে ১৮ জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ফ্র্যাঞ্চাইজি লিগের শীর্ষ দলগুলোকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টে এবারও অংশ নিচ্ছে বাংলাদেশের রংপুর রাইডার্স।

গত বছর পাঁচ দলের লড়াইয়ে প্রথমবার খেলেই চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর। অসাধারণ পারফরম্যান্সে সবার নজর কাড়ে দলটি। সেই ধারাবাহিকতায় এবারও তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে আয়োজক কমিটি।

জিএসএলের চেয়ারম্যান ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড রংপুরের অংশগ্রহণ নিশ্চিত করে বলেন, ‘আমরা গতবারের চ্যাম্পিয়ন দলকে আবারও স্বাগত জানাতে পেরে আনন্দিত। রংপুর রাইডার্স অসাধারণ দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছে। তারা সত্যিকার অর্থেই যোগ্য বিজয়ী। গায়ানায় তাদের ফিরে আসার জন্য আমরা উদগ্রীব হয়ে অপেক্ষা করছি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে প্লে-অফ থেকে বিদায় নিয়েছিল রংপুর রাইডার্স। তবে গ্লোবাল সুপার লিগে আগের আসরের সফলতায় তাদের গুরুত্ব অনেক বেড়েছে।

এদিকে, সর্বশেষ বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। জিএসএল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ভেন্যু চূড়ান্ত না হলেও নির্ধারিত সূচি অনুযায়ী ১০ জুলাই মাঠে গড়ানোর কথা টুর্নামেন্টের। এবার অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়তে পারে বলেও ইঙ্গিত মিলেছে আয়োজকদের পক্ষ থেকে।

রোনালদোহীন আল নাসরের ৯–০ রেকর্ড জয়ে সাদিও মানের ৪ গোলরোনালদোহীন আল নাসরের ৯–০ রেকর্ড জয়ে সাদিও মানের ৪ গোল

জিএসএলের এবারের আসর কতটা প্রতিযোগিতাপূর্ণ হয়, আর রংপুর রাইডার্স কতটা দাপট দেখাতে পারে—তার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।