ঢাকাFriday , 15 November 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

গ্লোবাল সুপার লিগে ফাইনাল খেলার লক্ষ্য আফিফের

Sahab Uddin
November 15, 2024 10:00 pm
Link Copied!

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বিভিন্ন দেশ থেকে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। যা মাঠে গড়াবে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও। সেই উপলক্ষ্যে গতকাল প্রথমবার অনুশীলন শুরু করে দলটি।

ধারাবাহিকভাবে আজ শুক্রবার সকালেও অনুশীলন করেছে রংপুর। অনুশীলন শেষে দলের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন আফিফ হোসেন। গ্লোবাল সুপার লিগ নিয়ে আফিফ বলেন, ‘সেটা তো অবশ্যই থাকবে (নিজের গ্ল্যামার পাওয়ার সুযোগ)। রংপুর রাইডার্স আমাদের এরকম একটা সুযোগ করে দিচ্ছে। এরকম সুযোগ তো সবসময় আসে না। আশা থাকবে রংপুর রাইডার্সের হয়ে যেন ভালো করতে পারি।’

‘এরকম টুর্নামেন্ট অবশ্যই সবার জন্য ভালো সুযোগ। যেহেতু দেশের বাইরে খেলা, অবশ্যই বড় একটা সুযোগ। এরকম টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলে ভবিষ্যতে আরও অন্যান্য টুর্নামেন্টে অবশ্যই সুযোগ আসবে।’

এ বছর এখনও জাতীয় দলের হয়ে খেলা হয়নি আফিফের। তবে আপাতত গ্লোবাল সুপার লিগেই লক্ষ্য তার, ‘আপাতত এত কিছু চিন্তা করছি না। আমরা টুর্নামেন্টে যেন ফাইনাল খেলতে পারি। ব্যক্তিগত লক্ষ্য বলতে তেমন কিছু নাই, দলের হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।