ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এবারই প্রথম মাঠে গড়িয়েছে গ্লোবাল সুপার লিগ। উদ্বোধনী আসরে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। গায়ানা এমাজন ওয়ারিয়র্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই জাত চিনিয়েছেন তিনি।
গ্লোবাল সুপার লিগের ইতিহাসে প্রথম উইকেটের মালিক হয়েছেন তানজিম সাকিব। লাহোর কালান্দার্সের ওপেনার মির্জা বাইগকে এলবিডব্লিউ করে এই ইতিহাস গড়েন টাইগার পেসার।
সাকিব দুর্দান্ত বোলিং করেছেন এই ম্যাচে, জিতেছে তার দল গায়ানাও। ৩.২ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন তিনি।
প্রথমে ব্যাট করে সাকিব-ডোয়াইন প্রিটোরিয়াসদের তোপে ১৯.২ ওভারে ১২৫ রানেই গুটিয়ে গিয়েছিল লাহোর। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান (৪৫ বলে) করেন টম অ্যাবেল।
ডোয়াইন প্রিটোরিয়াস ২১ রান খরচায় নেন ৪টি উইকেট। সাকিবের মতো ২ উইকেট শিকার করেন হাসান খান।
জবাবে শাই হোপ আর কেমো পলের ব্যাটে ১৩ বল বাকি থাকতে জয় তুলে নেয় গায়ানা। হোপ ৪৩ বলে অপরাজিত ৪৫ আর পল ১৩ বলে দুটি করে চার-ছক্কায় খেলেন হার না মানা ২৭ রানের ইনিংস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।