ঢাকাTuesday , 19 November 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

গ্লোবাল সুপার লিগে অংশ নিতে দেশ ছাড়লো রংপুর রাইডার্স

Sahab Uddin
November 19, 2024 10:00 pm
Link Copied!

গ্লোবাল সুপার লিগে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স। যাওয়ার আগে ফাইনাল খেলার প্রত্যয়ে দেশ ছেড়েছেন সোহান-সৌম্যরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশ ছাড়েন তারা।
প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধায়নে মাঠে গড়াতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসর। যেখানে বিশ্বের পাঁচটি দেশের পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল অংশগ্রহণ করবে।

প্রথমবার অংশ নিতে যাওয়া এ টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য একদিকে যেমন চ্যালেঞ্জ, তেমনি অন্যদিকে অভিজ্ঞতা অর্জনের অসাধারণ সুযোগ। সোহানের নেতৃত্বে রংপুর রাইডার্স দারুণ একটি স্কোয়াড গড়েছে, যেখানে সৌম্য সরকার ও মোহাম্মদ সাইফউদ্দিনের মতো প্রতিভাবান খেলোয়াড়দের অন্তর্ভুক্তি তাদের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে।

বিমানবন্দরে সোহান সাংবাদিকদের বলেন, রংপুরের হয়ে প্রথমবার বাইরের দেশে যাচ্ছি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে। আমি বারবারই বলছি এটা আমদের জন্য অনেক বড় সুযোগ। যেহেতু এখন শুধু রংপুরের হয়ে না পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, আমাদের একটা দায়িত্ববোধ আছে। অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে, তবে আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব।

তিনি আরও বলেন, বাংলাদেশ দলের হয়ে অনেকবারই উইন্ডিজে যাওয়া হয়েছে। যদিও রংপুরের হয়ে যাচ্ছি, তবে বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। এই টুর্নামেন্টে খেলতে আমরা মুখিয়ে আছি। অনেক বেশি দায়িত্বও আছে এখন ভালো কিছু করার। এটা তো অবশ্যই (ফাইনাল খেলা)। তবে দল হিসেবে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করা দরকার আমাদের। যেহেতু পাঁচটা দল, এখানে অনেক প্রতিযোগিতা হবে, এখান থেকে ফাইনাল খেললে আমাদের বড় পাওয়া হবে।
প্রসঙ্গত, আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটি। সূচি অনুযায়ী দ্বিতীয় দিনেই (২৭ নভেম্বর) মাঠে নামবে রংপুর। যেখানে তাদের প্রতিপক্ষ হ্যাম্পশায়ার হকস। হ্যাম্পশায়ার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল।

রংপুর রাইডার্স ও হ্যাম্পশায়ার হকসসহ টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।

টুর্নামেন্টটির প্রথম রাউন্ডে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর ১ ডিসেম্বর মুখোমুখি হবে ভিক্টোরিয়ার। এ ছাড়া ৪ ডিসেম্বর গায়ানা এবং ৫ ডিসেম্বর রংপুরের প্রতিপক্ষ লাহোর। গায়ানা সরকারের পরিকল্পনায় শুরু হতে যাওয়া গ্লোবার সুপার লিগের সব ম্যাচই হবে গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে। পাঁচ দলের মধ্য থেকে চার দল যাবে সেমিফাইনালে। এরপর আগামী ৭ ডিসেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। শিরোপাজয়ী দলকে ১ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার দেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।