বাংলাদেশের অন্যতম কিংবদন্তি ক্রীড়াবিদ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। গত বছর জুলাইয়ে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন। দাবা ফেডারেশনের সহযোগিতায় সেন্ট জোসেফ ওল্ড বয়েজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও পন পাওয়ার চেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মৃতি আন্তর্জাতিক রেটিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন জিয়ার একমাত্র সন্তান ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার।
নয় খেলায় তাহসিন সাত পয়েন্ট পেয়েছেন। আরেক ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদের পয়েন্টও সাত। দাবার টাইব্রেকিং পদ্ধতিতে মুখোমুখি লড়াইয়ে তাহসিন সাকলাইনকে হারানোয় চ্যাম্পিয়ন হয়েছেন। আরেক দাবাড়ু জাভেদের খেলাও চলছে। তিনি জিতলে তার পয়েন্টও সাত হবে। এই তিন জনের সম্মিলিত মুখোমুখিতে তাহসিনই এগিয়ে ফলে তার শিরোপা নিশ্চিতই।
বাবার নামের টুর্নামেন্টে ছেলে চ্যাম্পিয়ন। তাই বেশ আবেগাক্রান্ত তাহসিন, ‘অন্য সব টুর্নামেন্টের চেয়ে এই টুর্নামেন্ট অবশ্যই আমার জন্য ভিন্ন। পুরো কক্ষই বাবার ছবি দেয়া। বাড়তি আবেগ কাজ করেছে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় অনেক বেশি ভালো লাগছে।’ ২০০০ রেটিং উর্ধ্ব এই প্রতিযোগিতায় আন্তর্জাতিক মাস্টার, মহিলা আন্তর্জাতিক মাস্টারও খেলেছেন। কয়েক রাউন্ড ফিদে মাস্টার সাকলাইন শীর্ষে ছিল।
টুর্নামেন্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও তেমন চাপ নেননি জিয়ার পুত্র, ‘টুর্নামেন্টের মান ভালোই ছিল। নিজেকে বাড়তি চাপের মধ্যে রাখিনি। স্বাভাবিক খেলাটাই খেলেছি।’
জিয়ার পুত্র আগামীকাল বিশ্ব জুনিয়র দাবা টুর্নামেন্ট খেলতে মন্টেনেগ্রোর উদ্দেশ্যে রওনা হবেন। বিশ্ব মানের প্রতিযোগিতার আগে এই চ্যাম্পিয়নশিপ তাকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে, ‘একটি বৈশ্বিক টুর্নামেন্টের আগে বাবার নামে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলাম। মানসিকভাবে বেশ চাঙ্গা থেকেই বিশ্ব জুনিয়র দাবা খেলতে পারব।’
বিশ্ব জুনিয়র দাবায় মূলত অংশগ্রহণের কথা ছিল দুই জুনিয়র চ্যাম্পিয়ন সাকলাইন ও ওয়াদিফার। ভিসা জটিলতায় তারা যেতে পারছেন না। তারা না যেতে পারলেও জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়ের আমেরিকান ভিসা থাকায় তিনি যাচ্ছেন। নীড়ের পরিবার বিমান টিকিট নিয়ে জটিলতায় পড়লেও পরবর্তীতে এক শুভানুধ্যায়ীর মাধ্যমে সেই সংকট দূর হয়েছে। জিয়ার পুত্র ও স্ত্রী এই টুর্নামেন্ট উপলক্ষ্যে হাঙেরির ভিসা নিয়েছে। জিয়ার সম্মানার্থে তাদের ব্যয় বাংলাদশে ক্রিকেট বোর্ড বহন করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।