স্বাধীনতা কাপে আজ ছিল দুই ম্যাচ। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা মোহামেডান ১-১ গোলে ড্র করেছে ফর্টিজ এফসি’র বিপক্ষে। দিনের আরেক ম্যাচে ঢাকা আবাহনী ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।
মোহামেডান ও ফর্টিজ এফসি’র ম্যাচটি ড্র হওয়ায় সি গ্রুপের তিন দলেরই সমান দুই পয়েন্ট হয়। শুধু সমান দুই পয়েন্টই নয় মোহামেডান, ফর্টিজ ও সেনাবাহিনীর গোল ব্যবধানও সমান শূন্য এবং হেড টু হেডও সমান ড্র। গ্রুপের সেরা দুই দল তাই নির্ধারিত হয়েছে বেশি গোল দেয়ার হিসাবে। দুই ম্যাচে মোহামেডান সর্বাধিক তিন গোল দিয়ে গ্রুপের সেরা, সেনাবাহিনী দুই গোল দিয়ে দ্বিতীয় সেরা। আর আজই একমাত্র গোল দিয়ে ফর্টিজ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
ঘরোয়া ফুটবলে নবাগত ফর্টিজ এফসি আজ ভালো ফুটবলই খেলেছে। ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত তারাই এগিয়েছিল। ১-০ গোলে ফর্টিজ জিতলে তারাই গ্রুপের চ্যাম্পিয়ন হতো এবং মোহামেডান বাদ পড়তো। ৭৩ মিনিটে মোহামেডান ম্যাচে সমতা এনে গ্রুপের হিসাব নিকাশ জটিল করে ফেলায় ফর্টিজ বাদ পড়ে যায়।
বি গ্রুপ থেকে ঢাকা আবাহনীর কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত ছিল। আজকের ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার। ঢাকা আবাহনী শেখ রাসেলকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে। আবাহনীর এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পুরান ঢাকার রহমতগঞ্জ।
বি গ্রুপে রাসেল ও রহমতগঞ্জ উভয়েরই সমান চার পয়েন্ট। দুই দলের হেড টু হেড ড্র। রহমতগঞ্জের গোল ব্যবধান +১ আর রাসেলের -১। গোল ব্যবধানে এগিয়ে থাকায় রাসেলের পরিবর্তে রহমতগঞ্জ স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনাল খেলবে। শেখ রাসেল এবার সাফল্যের লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষ কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর পরিবর্তে বিদেশি কোচ আনে। রাসেলের বিদেশি কোচের যাত্রা সুখকর হলো না। প্রথম টুর্নামেন্টেই গ্রুপ থেকে বিদায়।
স্বাধীনতা কাপে গ্রুপের আর একটি ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর। বসুন্ধরা কিংসের এএফসি কাপ ও জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাইয়ের জন্য স্বাধীনতা কাপ তিন সপ্তাহের বেশি সময় স্থগিত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।