বাংলাদেশ টেস্ট বহরের সঙ্গে শ্রীলঙ্কায় যাওয়া মেহেদী হাসান মিরাজ বেশ কয়েকদিন ধরে অনুশীলন করতে পারছেন না। জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। আগামীকাল (১৭ জুন) গল টেস্টে তিনি খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
গলের পিচ স্পিনবান্ধব। এই টেস্টে বাংলাদেশের একাদশ কেমন হবে? ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেনকে এই প্রশ্ন করা হয়েছিল, জানতে চাওয়া হয়েছিল তিনি ওপেনিংয়ে নামবেন কি না। অধিনায়ক জবাবটা আজকে না দিয়ে কালকের জন্য তোলা রেখেছেন। কারণ প্রতিপক্ষকে কৌশল সম্পর্কে আগেই অবহিত করতে নারাজ তিনি।
শান্ত বলেন, ‘আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, সেটা কালকেই বলতে চাই। কারণ আমি চাই না অপনেন্ট ধারণা পেয়ে যাক। মিরাজের শরীর এখনও খারাপ। ডেভেলপ করতেছে, ওর ওপর অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা ঠিক থাকলে আমরা ভালো একটা কম্বিনেশন নিয়ে নামতে পারব।’
আগেই বলা হয়েছে, গলের পিচ স্পিনবান্ধব। এখানে মূল চ্যালেঞ্জটা ব্যাটারদের জন্য। অস্ট্রেলিয়া-ভারতের মতো দলগুলোর ব্যাটারদেরও এখানে খেলতে হিমশিম খেতে হয়। আর বাংলাদেশের বর্তমানে যা পারফরম্যান্স, তাতে আত্মবিশ্বাস যে একদমই তলানিতে সেটা বলাই যায়। এই অবস্থায় স্পিন সামলানো নিয়ে কী পরিকল্পনা টাইগারদের?
শান্ত বলেন, ‘এখানে ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে। আপনিই বললেন, এখানে স্পিনাররা অনেক উইকেট নেয়। আবার যদি দেখেন, প্রথম দুই-তিন দিন রানও হয়। কীভাবে আমরা চ্যালেঞ্জটা উপভোগ করছি, সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যতটুকু সম্ভব, ওইভাবে প্রস্তুতি নিয়েছি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।