গল টেস্টের প্রথম দুই দিনে স্পষ্টতই দাপট ছিল বাংলাদেশের। কিন্তু তৃতীয় দিনটা নিজেদের করেন নেয় শ্রীলঙ্কা। তবে চতুর্থ দিনের শুরু থেকেই দারুণ বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও আধিপত্য বিস্তার করেছে টাইগাররা। অনেকটাই ড্রয়ের পথে এগোতে থাকা এই ম্যাচের লাগামটা এখনো বাংলাদেশের হাতেই আছে। তবে এই টেস্টে এখনো জয়ের কথা ভাবছেন কামিন্দু মেন্ডিস।
চতুর্থ দিনের খেলা শেষে লঙ্কান অলরাউন্ডার কামিন্দু বলছিলেন, ‘যেমন লক্ষ্যই তারা দিক, আমাদেরকে চেইজ করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে সকালের সেশনে উইকেট তোলা। ম্যাচ জেতাও আমাদের লক্ষ্য। তারা ভালো রান রেটে এগোচ্ছে। যদি (পঞ্চম দিনের) প্রথম সেশনে তাদের অলআউট করে দিতে পারি তাহলে চেইজ করে ফেলতে পারব আমরা।’
কামিন্দু আরও বলেন, ‘যে রানই করুক না তারা, সকালের সেশনে, আমাদের হাতে আরও ২ সেশন থাকবে তাই না? যদি কালকে সকালে ৩-৪ রান রেটেও তারা রান করে তাহলে ১২০ এর কমই থাকবে তাই না? আমাদের হাতে আরও ২ সেশন থাকবে চেইজ করার জন্য, আমরা ইতিবাচক আছি। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে উইকেট তোলা, এরপর আমরা চেইজ করতে চাই।’
বাংলাদেশ তার প্রিয় প্রতিপক্ষ কি না এমন প্রশ্নের জবাবে কামিন্দু বলেছেন, ‘না, আমি সব প্রতিপক্ষকেই সম্মান করি। যেই দেশ, যেই দলই হোক না কেন। আমি অবশ্যই রান করতে চাইব। যে প্রতিপক্ষই থাকুক না কেন, আমি চেষ্টা করি নিজের সেরাটা দিতে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।