বৃষ্টির বাগড়া, এরপর আলোকস্বল্পতা—সব মিলিয়ে গলের দ্বিতীয় দিনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। তবে এসবের মাঝেই ব্যাট হাতে দাপট দেখিয়ে গেছে বাংলাদেশ। দিনের শেষ বিকেলে খেলা হয়েছে মাত্র ২০.৪ ওভার। তাতে দিন শেষে স্কোরবোর্ডে বাংলাদেশ তুলে রেখেছে ৯ উইকেটে ৪৮৪ রান।
বৃষ্টি-বিরতির আগে বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ৪২৩। এরপর শুরু হয় শেষ সেশন, যেখানে প্রথম ধাক্কাটি লাগে মুশফিকুর রহিমের বিদায়ে। ডাবল সেঞ্চুরির স্বপ্ন নিয়ে এগোচ্ছিলেন, কিন্তু এলবিডব্লু হয়ে ফেরেন ১৬৩ রানে। এরপর লিটন দাসও থেমেছেন অনন্যসাধারণ এক ইনিংস খেলে—মাত্র ১০ রান দূরে থেকে নব্বইয়ের ঘরে থেমে গেছে তার ব্যাট (৯০)।
‘কিংবদন্তি’ বাজ্জোর থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত মেসি‘কিংবদন্তি’ বাজ্জোর থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত মেসি
এই দুই সেট ব্যাটারের বিদায়ের পর চাপে পড়ে বাংলাদেশ। শেষ সেশনে আরও তিনটি উইকেট তুলে নেয় শ্রীলঙ্কা। তাতেই ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস কিছুটা ধাক্কা খায়, যদিও বিশাল সংগ্রহ নিশ্চিত হয়ে গেছে ততক্ষণে।
আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় দিনের খেলা। তৃতীয় দিনের খেলা তাই নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শুরু হবে—বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫১ ওভারে ৪৮৪/৯
(মুশফিক ১৬৩, শান্ত ১৪৮, লিটন ৯০; মিলন ৩/৩৮, আসিতা ৩/৯০, থারিন্দু ৩/১৯৬)
(২য় দিন শেষে)
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।