কোচ পিটার বাটলারের সঙ্গে সাফজয়ী সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্ব পুনরায় প্রকাশ্যে এসেছে। ব্রিটিশ কোচের অধীন কোনো কার্যক্রমে অংশ নেবেন না বলে নিজেদের অবস্থানে অটলই সাবিনা খাতুনরা।
দলীয় মিটিং ও অনুশীলন বর্জনের পর এবার গণ অবসরের হুমকিও দিয়ে রাখলেন নারী ফুটবলাররা। আজ (বৃহস্পতিবার) বাফুফে ভবনে একত্র হয়ে নারী ফুটবলাররা গণমাধ্যমকে জানান, কোচ পিটার বাটলার থাকলে সম্মান নিয়ে ফুটবলকে বিদায় জানাতে চান তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।