ঢাকাTuesday , 3 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

খেলবেন কিনা জানেন না জামাল

BDKL DESK
June 3, 2025 10:59 pm
Link Copied!

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। ফিফা প্রীতি ম্যাচে কাল বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ভুটানের বিপক্ষে খেলবেন কিনা জানেন না। আশায় আছেন নিজেদের মাঠে খেলার। তবে অনেক দিন পর দেশের মাঠে ফুটবল উন্মাদনা দেখতে পেয়ে খুশি। বিশেষ করে সংবাদ সম্মেলনে বেশি সাংবাদিক দেখে নিজেই বিস্মিত।

বাফুফে ভবনে আজ মঙ্গলবার জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জামাল এসে নিজেই শুরুতে ভিডিও করলেন। এরপর ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বললেন, ‘১০ জুন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে ভুটানের বিপক্ষে কালকের ম্যাচও গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা আমাদের সেরাটা দেবো। তবে আমাদের মেইন ফোকাস হচ্ছে কালকের ম্যাচে, জিততে হবে।’

কালকের ম্যাচে থাকবেন? জামালের উত্তর, ‘এটা আমার হাতে নেই।’

বাফুফের সংবাদ সম্মেলনে এত সাংবাদিক আগে দেখেছেন? জামাল হেসে বললেন, ‘এখানে বলা উচিত, আজকে আমি প্রথম দেখলাম এত সাংবাদিক। কিন্তু আমার কষ্ট লাগছে আপনারা নীচে বসে আছেন।’

ভুটানের বিপক্ষে সবশেষ সিরিজে ১-১ ড্র হয়েছিল। এবার নিজেদের মাঠে ম্যাচ নিয়ে জামাল আত্মবিশ্বাসী, ‘সর্বশেষ আমরা যখন ভুটানের বিপক্ষে খেলেছি, তখনকার আর এখনকার অবস্থাটা ভিন্ন। ওই ম্যাচের আগে আমাদের অধিকাংশ খেলোয়াড়ই প্রায় ৩-৪ মাস ধরে খেলার মধ্যে ছিলেন না। এখন লিগ মাত্র শেষ হয়েছে, তো সবাই খেলার মধ্যে আছে, মানে চিত্রটা ভিন্ন।’

২০১৩ সালে জামাল প্রবাসী হয়ে প্রথম দেশের জার্সিতে খেলেছেন, এখন তা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। জামাল বর্তমান চিত্র দেখে বেজায় খুশি, ‘আমি আসলে খুব খুশি। ওই সময়, এমনকি যখন তারিক যোগ দিয়েছে। তখনও আমি চিন্তা করেছি আর কেউ যোগ দেবে না। কিন্তু এখন দেখছি সংখ্যাটা বাড়ছে, আর বাড়ছে। এটা আমি মনে করি দেশের জন্য ভালো হবে। অবশ্যই স্থানীয় যারা আছে, তারা ভালো খেলবে। কিন্তু আপনি যদি দেখেন সবচেয়ে সেরা উদাহরণ হচ্ছে ফ্রান্স দল, তাদের অধিকাংশ খেলোয়াড়ই বাইরের। তো তারা কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হযে গেছে। আমিও একই দৃশ্যপট দেখছি, যাকে আমরা বিদেশি বলি, ওরা যোগ দিচ্ছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।