গত কয়েক বছরে বাংলাদেশের সেরা বোলারই ছিলেন শরিফুল ইসলাম। বিশ্বকাপেও তাকে নিয়ে ছিল বড় আশা।
কিন্তু হুট করে এক ইনজুরি এলোমেলো করে দেয় তার। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পান শরিফুল।
এরপর সুস্থ হয়ে উঠলেও আর একাদশে সুযোগ পাননি। তার জায়গায় আসা তানজিম হাসান সাকিব ৭ ম্যাচে ১১ উইকেট নেন। এরপর আর কম্বিনেশনের কারণে কোনো ম্যাচেই সুযোগ মেলেনি। এ নিয়ে আফসোস আছে শরিফুলেরও, লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার আগে সেটি জানিয়েছেন সাংবাদিকদেরও।
বিমানবন্দরে শরিফুল বলেন, ‘আফসোস বলতে কপালে যেটা লেখা ছিল, সেটার উপর দিয়ে তো আর কিছু করার নেই। খুব আশা ছিল একটা হলেও ম্যাচ খেলবো। ওখানে একটু কষ্ট লাগা আর কী। এলপিএলে যাচ্ছি, চেষ্টা করবো যেন নিজের সেরাটা দিতে পারি। অনেকদিন থেকে হয়তো ম্যাচ খেলা হচ্ছে না। সেক্ষেত্রে যেন এখানে ম্যাচ খেলে কামব্যাক করতে পারি। ’
ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিন আহমেদ ছিলেন না একাদশে। অনেকে ভেবেছিলেন ওই ম্যাচে সুযোগ পাবেন শরিফুল। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন শরিফুল।
ওই ম্যাচে কি সুযোগ পাওয়ার বাড়তি আশা ছিল? শরিফুলের উত্তর, ‘আমি সব ম্যাচের জন্য তৈরি ছিলাম। কিন্তু টিম কম্বিনেশনে সবাই খুব ভালো করতেছিল। ওখান থেকে হয়তো ম্যাচ পাওয়া হয় নাই। ’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।