ঢাকাMonday , 7 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া দিবসে র‍্যালিতে অংশ নিলেন জামাল-শরিফুলরা

BDKL DESK
April 7, 2025 12:16 am
Link Copied!

৬ এপ্রিল, বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। ২০১৩ সালের জাতিসংঘ সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রস্তাবের ভিত্তিতে ২০১৪ সাল থেকে এ দিবসটি উদযাপন করা হচ্ছে। ১৮৯৬ সালের এই দিনে গ্রিসের অ্যাথেন্সে অনুষ্ঠিত হয়েছিল আধুনিক যুগের প্রথম অলিম্পিক গেমস। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে দিনটির নির্ধারণ।

বাংলাদেশেও দিনটি উদযাপন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ বছরের প্রতিপাদ্য ছিল, ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’। এ উপলক্ষ্যে আয়োজন করা হয় রঙিন নানা কর্মসূচি।

সকালে রাজধানীর ওসমানী মিলনায়তন থেকে জাতীয় স্টেডিয়াম পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। এতে অংশ নেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া, জাতীয় ক্রিকেটার শরিফুল ইসলাম, জাকের আলি অনিক, নারী ফুটবলার শাহেদা আক্তার রিপাসহ দেশের বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ ও সংগঠকরা। র‍্যালি শেষে জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে আয়োজিত হয় আলোচনা সভা। যুব ও ক্রীড়া উপদেষ্টা ছাড়াও বক্তব্য রাখেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শেফাউল কবীর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী ও ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম। সভায় গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে ক্রীড়া উপদেষ্টা নিপীড়িত মানুষের প্রতি সহমর্মিতা জানান।

আলোচনার শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরে প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণ করেন ক্রীড়া উপদেষ্টা। ‘ঢাকা উত্তর’ ও ‘ঢাকা দক্ষিণ’ নামে দুটি দলে ভাগ হয়ে এই প্রীতি টুর্নামেন্টে অংশ নেয় সুবিধাবঞ্চিত শিশুরা। এ সময় প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

দিনটি আরও অর্থবহ করে তুলতে জাতীয় ক্রীড়া পরিষদে প্রদর্শিত হয় ‘কমন জেন্ডার’ মুভি। এছাড়া পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা দেওয়া হয় তাদের নিষ্ঠাবান কাজের স্বীকৃতিস্বরূপ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।