ঢাকাTuesday , 13 August 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, যা বলছে বিসিবি

Sahab Uddin
August 13, 2024 1:48 pm
Link Copied!

শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ককে নিয়ে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব। শপথ গ্রহণ ও দায়িত্ব বুঝে নেয়ার পর রোববার (১১ আগস্ট) প্রথমবারের মতো মন্ত্রণালয়ে অফিস করেন আসিফ।
ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সেদিনই সাক্ষাৎ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজনসহ সাতজন। যেখানে আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, কাজী এনাম আহমেদ, ইফতেখার রহমান মিঠু, জালাল ইউনুস ও, মাহবুব আনামরা ছিলেন।

ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে এদিন আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা করার লক্ষে উপস্থিত হয়েছিলেন তারা। চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারীদের বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। সেটি যেন নির্বিঘ্নে হতে পারে এটিই ছিল আলোচনার প্রধান বিষয়।

কিন্তু সোমবার (১২ আগস্ট) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে একটি ভিডিও। সেখানে দেখা যায় শুরুতে মন্ত্রণালয়ের নবনিযুক্ত তরুণ উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে পরিচালকদের পরিচয় করিয়ে দেন বিসিবির সিইও। প্রথমে দাঁড়িয়ে সালাম দিয়ে নিজের পরিচয় দেন পরিচালক কাজী এনাম আহমেদ। একে একে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, মাহবুব আনাম, খালেদ মাহমুদ, আকরাম খানরা নিজের পরিচয় দেন।

ওই মুহূর্তের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। অনেকে বলছেন নতুন উপদেষ্টা আরও বিনয়ের পরিচয় দিতে পারতেন। কেউ কেউ তার মধ্যে অহংবোধ দেখে ব্যথিত হয়েছেন বলেও মন্তব্য করেন।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের আচরণে কোনো সমস্যা পাননি অনেকেই। চেয়ারে কে বসা তাকে নয়, বরং চেয়ারকে সম্মান দেখানো হয়েছে বলেই মনে করছেন তারা। বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হয় সেদিন সেখানে উপস্থিত থাকা বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠুর সঙ্গে। তিনি জানালেন ভিন্ন কথা।

দেশের একটি গণমাধ্যমকে মিঠু বলেন, ‘শুরুতে সিইও যখন পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন তিনি দাঁড়িয়ে ছিলেন। এরপর ইনাম প্রথমে দাঁড়িয়ে সালাম দেয়া শুরু করে। পরে ক্রমানুসারে জালাল ভাই, মাহবুব ভাই, ববি ভাই, আমি আর যারা আছে সবাই সেভাবেই করেছি। নতুন উপদেষ্টা প্রথম দিন অফিসে এসে সবার আগে আমাদের সঙ্গেই মিটিংয়ে বসেছিলেন, এটাই তো বড় সম্মান। এখন এটা নিয়ে উপদেষ্টাকে ব্লেম দেয়ার কিছু নেই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।