ফারুক আহমেদ বিসিবির সভাপতি থাকছেন না, কেন থাকছেন না, তাকে সরিয়ে কাকে বসানো হচ্ছে এই পদে- গত দুদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয় এগুলোই। অন্যদিকে, পাকিস্তানে বাংলাদেশ দলের সিরিজ নিয়ে খুব একটা মনোযোগ নেই ক্রিকেট বোর্ড কিংবা গণমাধ্যমের। বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি টাইগাররা। এর আগে সংযুক্ত আরব আমিরাতের কাছেও সিরিজ হেরেছে লিটন দাসের দল। অনেকের মতে, বাংলাদেশের ক্রিকেটের অন্যতম কালো অধ্যায় এটি। তবে এসব বিষয়কে ছাপিয়ে বোর্ড সভাপতির ইস্যু নিয়েই বেশি আলোচনা হচ্ছে গত কয়েকদিন ধরে। বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তামিম।
ফারুক আহমেদকে বোর্ড সভাপতি না রাখার সিদ্ধান্ত নিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াঁ। তবে উপদেষ্টার এই সিদ্ধান্ত মানতে নারাজ ফারুক। কিন্তু বোর্ড পরিচালকদের অনাস্থা এবং বিপিএলে অনিয়মের দায়ে জাতীয় ক্রীড়া পরিষদ তার পরিচালক মনোনয়ন বাতিল করায় স্বয়ংক্রিয়ভাবে এই পদ হারিয়েছেন ফারুক।
পাকিস্তানে নিজের ব্যাট কোম্পানির কাজে গিয়েছেন তামিম। সেখানেই এখন সিরিজ খেলছে বাংলাদেশ। তাই দেশের গণমাধ্যমের অন্যতম আলোচিত ইস্যু নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তামিমকে।
সেখানে গণমাধ্যমকে তামিম বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটের বোর্ড এটা। কিন্তু এখানে ক্রিকেট ছাড়া সবকিছু হচ্ছে। কে আসবে, কে যাবে; কে সভাপতি হবে, কে হবে না কিংবা কে নির্বাচন করবে বা কে করবে এগুলো তো ছোট একটা অংশ। বাংলাদেশের ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমে যেতে শুরু করেছে।’
‘আমার মনে হয়, সভাপতি কে হবেন… সেটা তো আমার বলাতে কিছু যায় আসে না। যারা আছেন বা আসবেন… ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন। কারণ ক্রিকেট এর জৌলুস হারাচ্ছে। এটা স্বীকার করতে হবে যে আমরা স্ট্রাগল করছি। এটা আমরা কখনো মানতে চাই না। শুধু জাতীয় দলই না, প্রতিটি ক্রিকেটীয় দিক থেকে আমরা স্ট্রাগল করছি। এই জিনিসটা মেনে নিয়ে কিভাবে এখান থেকে বের হওয়া যায় সেটা নিয়ে আগাতে হবে। ক্রিকেট বাদে আমি সবকিছু দেখছি এখানে।’
দেশের বাইরের মানুষের কাছে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কি না, এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘দেশের বাইরে কে কী ভাবছে তার চেয়ে গুরুত্বপূর্ণ দেশের ভিতর মানুষ কী ভাবছে। আজকে পাকিস্তানে বাংলাদেশের খেলা, মাত্র ৪ জন সাংবাদিক। বাংলাদেশের কি এমন দিন আগে এসেছে… বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে খেলুক বা জিম্বাবুয়ের সঙ্গে খেলুক কিংবা পাকিস্তান অস্ট্রেলিয়ার সঙ্গে… মাত্র ৪ জন সাংবাদিক…এমন দিন তো আমি দেখিনি।’
তিনি আরও বলেন, ‘এটা থেকে এই বার্তা স্পষ্ট ক্রিকেট জৌলুস হারাচ্ছে। এটা মানতে হবে যে আমরা স্ট্রাগল করছি এবং মেনে নিয়ে এই বিষয়ে কাজ আগাতে হবে। এটার বদলে… কে বোর্ড প্রেসিডেন্ট হচ্ছে…এগুলা আমার কাছে মনে হয় অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বেশি সিরিয়াস। ক্রিকেটের উন্নতি কীভাবে হবে সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা নাই।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।