ঢাকাMonday , 22 April 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট বিসিবি

Sahab Uddin
April 22, 2024 6:14 pm
Link Copied!

বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটারদের ফিটনেসে সন্তুষ্ট বিসিবি। এ সপ্তাহের মধ্যেই ঘোষণা হবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে যারা খেলবেন তাদেরই দেয়া হবে প্রাধান্য। থাকবে না বড় কোনো চমক। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার।

রোববার (২১ এপ্রিল) নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির অধিনে নতুন আঙ্গিকে ফিটনেস টেস্ট দিয়েছেন টাইগাররা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে লম্বা সময় পর রানিং করেন শান্ত-হৃদয়রা।
ফিটনেস টেস্টের ফলাফল কেমন ছিল ক্রিকেটারদের? জাতীয় দলের ক্রিকেটাররাই বা কেমন করলেন? সামনে জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপ। নির্বাচকদের কাছে পৌঁছেছে টেস্টের ফলাফল। আসন্ন মেগা ইভেন্টে যারা ভাবনায়, তাদের নিয়ে সন্তুষ্ট নির্বাচক প্যানেল।

বিসিবির নির্বাচক হান্নান সরকার বলেছেন, ‘আমরা ফিটনেস টেস্টের ফলাফল দেখলাম। যাদেরকে নিয়ে চিন্তা করা হয়েছে দেখলাম তারা আদর্শ অবস্থানে রয়েছে। সবাই শীর্ষে রয়েছে এটা বলব না। কিন্তু যাদের নিয়ে আমরা চিন্তা করেছিলাম, তারা ফিটসেনটা সেভাবেই ধরে রেখেছে। সকলে টানা খেলার মধ্যে রয়েছে। সেগুলোর সঙ্গে যেভাবে মানিয়ে চলা উচিত সেটি তারা করেছে।’

৩ মে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর আগে ক্যাম্প করবে জাতীয় দল। তাই এ সপ্তাহের মধ্যে দেয়া হবে আসন্ন সিরিজের দল।

জিম্বাবুয়ে সিরিজের পরই আমেরিকায় উড়াল দিবেন ক্রিকেটাররা। তাই এখানেই বিশ্বকাপ দলটা সাজিয়ে নিতে চান বিসিবির নির্বাচক প্যানেল। দলে প্রাধান্য পাবেন বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররা।

বিশ্বকাপ কিংবা আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে বড় কোনো চমক থাকছে না। বরং যারা নিয়মিত টি-টোয়েন্টি দলে খেলছেন তারাই প্রাধান্য পাবেন বলেও জানিয়েছেন বিসিবি নির্বাচক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।