ঢাকাThursday , 21 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রিকইনফো সাজালো চেন্নাইয়ে সম্ভাব্য একাদশ, আছেন কি মোস্তাফিজ

Sahab Uddin
December 21, 2023 6:43 pm
Link Copied!

২০১৬ সালে আইপিএলের ৯ম আসরে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়েন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। বোলিংয়ে তার সবচেয়ে বড় অস্ত্র ছিল মায়াবি কাটারের সঙ্গে স্লোয়ার। যা বুঝতে গিয়ে ধোকায় পড়তে হয়েছে অনেক বিশ্বসেরা তারকাদের। ওই কাটার-স্লোয়ারের সঙ্গে ব্যাটারের স্টাম্প উপড়ে ফেলা ইয়র্কারও করতে দেখা গিয়েছিল মোস্তাফিজকে।
এবারের নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ২০২২ সালে তাকে নিলামে কেনার পর ২০২৩ আসরেও ধরে রেখেছিল দলটি। তবে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে হওয়া নিলামে তাকে ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পান টাইগার এ পেসার। ফিজকে পেতে নিলামের শুরুতেই বিট করে চেন্নাই। বাকি দলগুলো আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে পেয়ে যায় মহেন্দ্র সিং ধোনির দল।

মোস্তাফিজের আইপিএল যাত্রাটা বেশ বলার মতোই। হায়দরাবাদ থেকে মুম্বাই হয়ে রাজস্থান, তারপর সেখান থেকে দিল্লির ঘুরে এবার চেন্নাইয়ে থিতু হলেন। বিগত কয়েক বছরে মোস্তাফিজ আইপিএলে নিজের ছায়া হয়ে থেকেছেন।

২০১৬ অভিষেক আসরে হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল ফিজের। ৬.৯০ ইকোনমিতে ১৭ উইকেট নিয়েছিলেন তিনি। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়, যা আইপিএল ইতিহাসে একমাত্র অ-ভারতীয় হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি।

তবে এরপরের আসরগুলোতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। বেশিরভাগ সময়ই দলের কম্বিনেশনের কারণে বেঞ্চ গরম করতে হয়েছে। সবশেষ মৌসুমেও দিল্লির হয়ে ম্যাচ খেলেছেন মাত্র ২টি। এবার টাইগার এই পেসারের ম্যাচ খেলার সম্ভাবনা কেমন? একাদশে সুযোগ পাবেন নাকি ব্যাক-আপ পেসার হিসেবেই থাকবেন-এমন নানা প্রশ্ন ঘুরছে সমর্থকদের মনে।

এমন প্রশ্নের মুখে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ সাজিয়েছে ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। যেখানে একাদশে তো নয়ই দ্বাদশ খেলোয়াড় হিসেবেও ঠাঁই হয়নি মোস্তাফিজুর রহমানের। ওয়েবসাইটি তাদের একাদশে তিনজন পেসারকে রেখেছে। ভারতীয় পেসার দীপক চাহার ছাড়াও বিদেশি কোটায় আছেন মাথিশা পাথিরানা। এছাড়া দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে তুষার দেশপান্ডে।

মোস্তাফিজের একাদশে সুযোগ পাওয়ার বিষয়েটি বিবেচনা করতে গিয়ে ক্রিকইনফোর বিশ্লেষণ-
২৫ জন ক্রিকেটার দিয়ে চেন্নাই তাদের স্কোয়াড সাজিয়েছে। যেখানে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৮ জন। নিলামের আগে থেকেই ধোনিদের স্কোয়াড মোটামুটি প্রস্তুতই ছিল। নিলাম থেকে মূলত কয়েকটি বিকল্প বাড়িয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

গত আসরের আইপিএল অভিষেকে দুর্দান্ত পারফর্ম করে চেন্নাইয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন লঙ্কান পেসার পাথিরানা। গত মৌসুমে শিরোপা জেতাতেও তার ভালো ভূমিকা ছিল। তাই বিদেশি হিসেবে পাথিরানাই প্রথম পছন্দ। সঙ্গে দলে আছেন চাহার, তুষার দেশপান্ডের মতো দেশিয়রা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন শার্দুল ঠাকুর। সে হিসেবে মোস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনা কমই। তবে পাথিরানা কিছুটা চোটপ্রবণ হওয়ায় তাকে বেছে বেছে খেলানোর পরিকল্পনা করতে পারে চেন্নাই। সেক্ষেত্রে একাদশে সুযোগ মিলতে পারে মোস্তাফিজের।

ক্রিকনইফোর চোখে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ
ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, আজিঙ্কা রাহানে, ডারেল মিচেল, শিবাম দুবে, রবিন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটকিপার ও অধিনায়ক), শার্দুল ঠাকুর, দীপক চাহার, মহেশ থিকসানা ও মাথিশা পাথিরানা। ইম্প্যাক্ট প্লেয়ার-তুষার দেশপান্ডে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।