বাংলাদেশের পুরুষ ক্রিকেটারদের জন্য ২০২৩ সালটা তেমন ভালো না কাটলেও, বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য ছিল সাফল্যের একটা বছর। দলীয় পারফরমেন্সের পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্সেরও ছিল উজ্জ্বল।
বাংলাদেশের নারী দলের তরুণ পেসার মারুফা আক্তারের জন্য গত বছরটা কেটেছে দারুণ। যার জন্য তিনি পেয়েছেন ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর ওয়ানডের বর্ষসেরা বোলিং পারফরম্যান্সের খেতাব।
শুধু মারুফা আক্তারই নয়, ওয়ানডে বর্ষসেরা ব্যাটিং পারফরমেন্সের জন্য মনোনয়ন পেয়েছিলেন টাইগ্রেস ব্যাটার ফারজানা হক পিংকি। আর টি-টোয়েন্টির বর্ষসেরা বোলিং পারফরমেন্সের জন্য মনোনয়ন পেয়েছিলেন স্বর্ণা আক্তার।
ভারতের বিপক্ষে মারুফার বোলিং ফিগারকে বিবেচনায় নেয়া হয়। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৯ রান খরচায় ৪ উইকেট পেয়েছিলেন মারুফা আক্তার। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কেট ক্রস, মাহিকা গৌর, নাডাইন ডি ক্লার্ক ও আরেক বাংলাদেশি রাবেয়া খান।
সব মিলিয়ে ইএসপিএনক্রিকইনফোর বাৎসরিক পুরস্কারের জন্য পুরুষ ও নারী মিলিয়ে ৫ বাংলাদেশি ক্রিকেটার মনোনয়ন পেয়েছিলেন। তবে শেষমেশ খেতাব জিতেছেন শুধু মারুফা আক্তার-ই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।