সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে প্রথম দুই ওয়ানডেতে খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। এমন ধারাবাহিক ব্যাটিংয়ের প্রভাব পড়েছে তার র্যাংকিংয়েও। আইসিসি ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি।
১১ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন শান্ত। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে এটাই তার সেরা অবস্থান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে চোটের কারণে খেলতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। প্রথম ওয়ানডেতে ৪৭ রানের ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন শান্ত।
আফগানিস্তান সিরিজের শেষ ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাতে ১০ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন এই অভিজ্ঞ ব্যাটার। আর প্রথম ওয়ানডের পর আঙুলের চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিম ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৪ নম্বরে।
বোলিংয়ে উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ২৩ নম্বর উঠে এসেছেন তিনি। ব্যাট হাতেও ধারাবাহিক ছিলেন তিনি। তিন ম্যাচে যথাক্রমে ২৮, ২২ ও ৬৬ রানের ইনিংস খেলেছেন। পাশাপাশি বল হাতে ৩টি উইকেট নিয়ে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে ৪ ধাপ উন্নতি করে চার নম্বরে উঠে এসেছেন মিরাজ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।