ঢাকাMonday , 3 February 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্যারিয়ার নিয়ে শঙ্কায় বিজয়

BDKL DESK
February 3, 2025 5:30 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ভালো পারফরম্যান্স করেও বিতর্কের মুখে পড়েছেন ওপেনার এনামুল হক। ১২ ম্যাচে ৩৯২ রান করার পরও তার দল দুর্বার রাজশাহী প্লে-অফে যেতে পারেনি। তবে মাঠের বাইরের একটি ঘটনা তাকে আরও বেশি আলোচনায় নিয়ে এসেছে।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে খবর ছড়িয়ে পড়ে, ফিক্সিং সন্দেহে এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যদিও বিকেলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, এ খবর সত্য নয়।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তা দিয়েছেন এনামুল হক বিজয়। যেখানে তিনি নিজের ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, গত চার-পাঁচ দিনে আমার পরিবার এবং আমার ওপর দিয়ে যা গেছে, তা অনেকেই জানেন না। বিসিবি যখন একটি সুন্দর বার্তা দিয়েছে, তখনই কথা বলার সুযোগ হয়েছে।

বিজয় বিপিএলে শুরুতে রাজশাহীর অধিনায়ক থাকলেও পরে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে নেতৃত্ব দেয়া হয়। ভিডিও বার্তায় সাম্প্রতিক খবরগুলোকে ‘মাশালা’ মিশ্রিত বলে উল্লেখ করেন এনামুল জানান, এসব ভিত্তিহীন খবর ছড়ানোর জন্য তিনি আইনি ব্যবস্থা নিচ্ছেন এবং ২৪ ঘণ্টার মধ্যে দায়ী ব্যক্তিদের উকিল নোটিশ পাঠাবেন।

ভবিষ্যতে অন্য খেলোয়াড়দেরও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। পাঠকদের সুবিধার্থে এনামুল হক বিজয়ের পুরো কথা তুলো ধরা হলো-
‘আসসালামু আলাইকুম, আমি এনামুল হক বিজয়। আশা করি আপনারা ভালো আছেন। গত চার-পাঁচদিন ধরে আমার পরিবার এবং আমার উপর দিয়ে যা যাচ্ছে সেটা আসলে কারোরই জানা নাই। শুধু জানা আছে আমার।

আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই। আসলে ওরকম পরিস্থিতিতে ছিলাম না তাই আসলে কিছু বলা হয়নি। যখন কালকে দেখলাম আমাদের বিসিবি, আমাদের গার্ডিয়ান তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদমাধ্যমে। যেটার পরে আসলে কথা বলার সুযোগ হয়েছে, আমি মনে করি সেটা কথা বলার সঠিক সময়।

আমি বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গাতে গত তিন-চারদিন ধরে যা দেখে আসছি এটা কোন খেলোয়াড়ের জন্যই কাম্য নয়। যারা আসলে এই নিউজগুলো নিয়ে এটার মধ্যে মাসালা মিশিয়ে প্রচার করেছেন এবং এটা নিয়ে মজা নিচ্ছেন, মজা পেয়েছেন তাদের জন্য বলি আমি উকিল নোটিশ সবাইকে দিচ্ছি। যারা যারা এর মধ্যে জড়িত আছেন, যারা যারা এই নিউজগুলোকে সুন্দর বাহবা দিয়েছেন বা প্রমোট করেছেন।

উকিল নোটিশ এক-দুদিনের মধ্যে তারা পেয়ে যাবে। তারপর আপনারা অবশ্যই এটা দেখতে পারবেন। আমি মনে করি একটা কথা বলি আজকে আমার উপর দিয়ে যে জিনিসটা যাচ্ছে ভবিষ্যতে যেতে পারে অন্য কোন খেলোয়াড়ের উপর দিয়ে। এর আগেও দেখেছি অনেক খেলোয়াড়ের যেকোন নিউজ তার কথা না শুনে, যেকোন একটা তথ্য পেয়ে নিউজ করে দেয়া আসলে জানি না আপনারা কী মজা পান।

কিন্তু একবার ভেবে দেখবেন তার পরিবারের উপর দিয়ে কী যায়, তার মানসিক অবস্থাটা কী থাকে। সবশেষ একটা কথা বলি এটা খুবই অন্যায় একজন খেলোয়াড়ের উপরে একজন মানুষের উপরে ব্যক্তিগত আক্রোশ দিয়ে আপনারা প্রমোট করেছেন যেটা একদমই কাম্য ছিল না। যারা এই নিউজগুলো করেছেন তারা একদমই ক্রিকেটের ভালো চান না। তারা দেশের ক্রিকেটের ভালো চায় না এবং বাংলাদেশের ভালো চায় না।

তাদেরকে আমি বলতে চাই এসব বন্ধ করুন এবং ক্রিকেটের পাশে থাকুন, পারলে মানুষের পাশে থাকুন। আমি অবশ্যই আমার সমর্থক, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, ইতিবাচক কথা বলেছেন, যারা আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবাসে, যারা আমাকে সম্মান দেখিয়েছে, যারা ইতিবাচক ছিল, পাশে ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় তারা আমার সত্যটাকে প্রচার করেছে এবং আমাকে ভালোবাসে।

মিডিয়াতেও আছে যারা আমাকে নিয়ে ইতিবাচক নিউজ করেছে, যারা বুঝেছে একদমই এটা মিথ্যা। তাদেরকেও ধন্যবাদ জানাই, তারা আমাদের কাছের মানুষ অবশ্যই। যারা হলুদ সাংবাদিকতা করেন, যারা প্রমোশনাল সাংবাদিকতা করেন, যারা ভিউয়ের সাংবাদিকতা করেন তাদের কাছে অনুরোধ একবার ভেবে দেখবেন আপনার পরিবারের ওপর দিয়ে কী যেতে পারে বা আরেকজনের পরিবারের উপর দিয়ে কী যেতে পারে। আপনার না দেখে, না বুঝে, প্রমাণ ছাড়া নিউজ করার ফলে।

মানুষকে সবার সামনে থাপ্পড় মারার পরে পরবর্তীতে যেয়ে তাকে সরি বলে সেটা সমাধান হতে পারে না। আপনারা যে নিউজটা করেছেন সেটা আমার মানসম্মান হয়েছে, আমার এত বছরের ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করেছেন আপনারা। আমি জাতীয় দলে খেলতে চাই এরকম নিউজের পরে আমার কী রকম ক্যারিয়ার হবে আমি জানি না। কেমন হতে পারে, কেমন অবস্থায় থাকতে পারি আমি জানি না।

আপনাদের কারণে আমার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে, আমার সম্মান হুমকির মুখে পড়েছে। আমার আর্থিক বা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, অসম্মানিত হয়েছি এটার দায়ভার কে নেবে। আপনারা যতই ‍সরি বলেন এটা তো উঠে আসবে না। আমি উকিল নোটিশ পাঠাচ্ছি, কালকে পরশুর মধ্যে এটা পেয়ে যাবে। তারপর এটা পাবলিকলি আমি প্রকাশ করব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।