ঢাকাMonday , 16 December 2024
  1. online casino
  2. online casino lebanon
  3. philippines online casino
  4. slovenian online casino
  5. world cup cricket t20
  6. অলিম্পিক এসোসিয়েশন
  7. অ্যাথলেটিক
  8. আইপিএল
  9. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  10. আন্তর্জাতিক
  11. আরচারি
  12. এশিয়া কাপ
  13. এশিয়ান গেমস
  14. এসএ গেমস
  15. কমন ওয়েলথ গেমস

ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর যা বললেন শেখ মেহেদী

Sahab Uddin
December 16, 2024 2:52 pm
Link Copied!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবগুলোই হেরেছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা বেশ দারুণভাবেই করলো টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ।
সেন্ট ভিনসেন্টে টসে হেরে শুরুতে ব্যাট করে খুব একটা ভালো পুঁজি পায়নি টাইগাররা। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রানের সংগ্রহ পায় সফরকারীরা। লক্ষ্যটা আহামরি বড় না হলেও বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ জিতে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

এই ম্যাচে ব্যাট হাতে ২৬ রান করেছেন শেখ মেহেদী হাসান। এরপর বল হাতেও দেখালেন নিজের ঝলক। ৪ ওভার হাত ঘুরিয়ে রান দিয়েছেন মাত্র ১৩, উইকেট শিকার করেছেন ৪টি। ব্যাটে-বলে ভালো পারমন্স করায় ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মেহেদি।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমে শেখ মেহেদী বলেন, ‘নতুন বলে তো সবসময়ই বল করে থাকি। নরমালি যে প্রসেসে এগোচ্ছিলাম সেভাবেই বল করেছি। ওদের ডানহাতি ব্যাটসম্যান ছিল, আমার লক্ষ্য ছিল ওদের যাতে সহজেই শট খেলতে না দিতে পারি। ওরা তো আসলে শক্তিশালী, ওদের আসলে প্ল্যান করে বল করেছি। আল্লাহর রহমতে সফল হয়েছি।’

তবে সামনে আরও ভালো করতে প্রস্তুত আছেন বলেও জানালেন মেহেদী। ‘হ্যাঁ অবশ্যই, দেখেন টেস্টে আমরা ভালো শেষ করেছি। ওয়ানডেতে ভালো শুরু করেছিলাম, তবে শেষটা ভালো করতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে আমরা বিজয়ে মাসে টি-টোয়েন্টিটা ভালো দিয়ে শুরু করলাম। ইনশাআল্লাহ সামনে আরও দুইটা ম্যাচ আছে, তার জন্য আমরা প্রস্তুত আছি।’

শেষ ওভারে হাসান মাহমুদের বোলিং তিনি বলেন, ‘হাসান আবারও নিজেকে প্রমাণ করেছে। আমার মনে আছে, আয়ারল্যান্ডে একটা সিরিজে হাসান ডেথ ওভারে একটা ম্যাচ জিতিয়েছিলেন আমাদের। আজও ভেতরে ফিলিংসটা চলে এসেছিল হাসান পারবে। হাসানের বিশ্বাস ছিল কি না জানি না, আমার নিজের ভেতরে বিশ্বাস ছিল যে হাসান শেষ করবে আলহামদুলিল্লাহ।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।