ঢাকাWednesday , 18 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

কোহলির চোখে সাকিব মিতব্যয়ী, সাকিবের চোখে কোহলি যুগের সেরা

Sahab Uddin
October 18, 2023 10:13 pm
Link Copied!

শক্তিতে সমান সমান না হলেও বাংলাদেশ-ভারত ম্যাচের আলাদা একটা আবেদন আছে। ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই টানটান উত্তেজনা। সেই সঙ্গে ছোট ছোট ব্যক্তিগত দ্বৈরথ আরও জমিয়ে তোলে খেলাটা। যেমন; সাকিব-কোহলি দ্বৈরথ। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকার সঙ্গে ভারতের ইতিহাসের অন্যতম সেরা তারকার দ্বৈরথের কথাই ধরা যাক। ম্যাচের ফল ভারতের পক্ষে নিতে কোহলি যেমন বড় ভূমিকা রাখতে পারেন, তেমনই বাংলাদেশের সাফল্য অনেকটাই নির্ভর কক্রবে সাকিবের ওপর।
আগামীকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে মানা হচ্ছে এই ম্যাচটিকে। ভারতের বিপক্ষে এই ম্যাচে টাইগার দলপতি সাকিব আল হাসানের খেলা নিয়ে অবশ্য এখনও সংশয় আছে। তবে ইনজুরি কাটিয়ে খেলার সম্ভাবনাই বেশি।

সাকিব যদি এই ম্যাচ খেলেন তবে বিশ্বকাপের মঞ্চে শেষবার দেখা মিলবে সাকিব আল হাসান ও বিরাট কোহলির দ্বৈরথ। ‘অলরাউন্ডার’ সাকিব অনেকের মতেই ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা। অন্যদিকে কোহলিকেই ক্রিকেট ইতিহাসের অন্যতম এরা ব্যাটার হিসেবে অনেকেই আখ্যা দিয়ে থাকেন। বিশ্বকাপের মঞ্চে শেষবার দুই সেরার দ্বৈরথটা তাই বিশেষ কিছুই।

ওয়ানডে ক্রিকেটে কোহলিকে এখন পর্যন্ত পাঁচবার আউট করেছেন সাকিব। অন্যদিকে এই বাঁহাতি স্পিনারের বিপক্ষে কোহলির স্ট্রাইকরেট ৯৪.৬। সাকিবের করা ১৪৮ বলে ১৪০ রান নিয়েছেন কোহলি। গড়টা অবশ্য কোহলিসুলভ নয়। ওয়ানডে ক্রিকেটে কোহলির গড় ৫৭ এর বেশি হলেও সাকিবের বিপক্ষে সেটা মাত্র ২৮!

দুই দলের লড়াইয়ের আগে তাই দুজনের দ্বৈরথের বিষয়টি সামনে চলে আসছেই। ম্যাচের আগের দিন ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসের অনুষ্ঠানে সাকিবকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় কোহলিকে। উত্তরে অবশ্য বাংলাদেশ অধিনায়কের প্রশংসাই করেছেন ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো।

সাকিবের বোলিংয়ের প্রশংসা করে কোহলি বলেন, ‘অনেক বছর ধরেই সাকিবের বিপক্ষে খেলছি। বলের ওপর তার নিয়ন্ত্রণ অসাধারণ। অভিজ্ঞ বোলার। নতুন বলে ভালো বল করে। ব্যাটারদের ধোঁকা দেওয়ার বিষয়টা ওর জানা। খুব মিতব্যয়ীও।’

তবে শুধু সাকিবই নন, বাংলাদেশ দলের গোটা বোলিং ইউনিট নিয়েই ভাবছেন কোহলি। তিনি বলেন, ‘আপনাকে সব বোলারের বিপক্ষেই নিজের সেরাটা দিয়ে খেলতে হবে। আপনি যদি সেটা না করেন, তবে সেই বোলাররা আপনার ওপর চাপ তৈরি করবে। ফলে আপনার আউট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।’

কোহলি যেমন সাকিবকে স্পেশাল ভাবেন, তেমনই তিনিও বাংলাদেশ অধিনায়কের কাছে স্পেশাল। স্টার স্পোর্টসকে সাকিব বলেন, ‘সে বিশেষ একজন ব্যাটার, হয়ত আধুনিক যুগের সেরা ব্যাটার। আমার মনে হয় আমি ভাগ্যবান তাই কোহলিকে পাঁচবার আউট করেছি। তার উইকেট নেওয়া নিঃসন্দেহে মধুর অভিজ্ঞতা।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।