বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির ভারত। এমন ম্যাচকে সামনে রেখে দুই দলের সমর্থকরা এরইমধ্যে গলা ফাটাতে শুরু করেছেন।
কিংবদন্তি খেলোয়াড়রাও পিছিয়ে নেই। এমনকি এবার ভারতীয় দলকে শুভকামনা ও বিরাট কোহলিকে ধন্যবাদ জানালে জার্মান ফুটবলার থমাস মুলারও।
পুরো পৃথিবীতে বিরাট কোহলির ভক্ত অনুরাগির অভাব নেই। নামকরা ফুটবলারও কোহলির ভক্ত। বায়ার্ন মিউনিখের ইংলিশ ফুটবলার হ্যারি কেইন ও জার্মান ফুটবলার থমাস মুলারও বিরাট কোহলির খেলার পাগল।
বিশ্বকাপের সেমিফাইনালকে সামনে রেখে এক ভিডিও বার্তা প্রকাশ করেন মুলার। সেখান তিনি ভারতীয় দলকে শুভকামনা জানান।
তাছাড়া বিরাট কোহলি তার একটি জার্সি মুলারকে উপহার দেন। সেজন্য কোহলিকেও বিশেষ ধন্যবাদ জানান ২০১৪ ফুটবল বিশ্বকাপ জয়ী ফুটবলার থমাস মুলার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।