ফিল ফোডেনের জোড়া গোলে ব্রিস্টলকে ৩-০ ব্যবধানে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এই জয়ে টানা পঞ্চমবারের মতো টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করলো পেপ গার্দিওয়ালার দল।
ব্রিস্টলের মাঠে খেলার ৭ মিনিটে ফিল ফোডেনের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা। বিরতি থেকে ফিরে খেলার ৭৪ মিনিটে ফিল ফোডনে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। আর ৮১ মিনিটে কেভিন ডি ব্র“ইন ম্যানচেস্টার সিটির হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।