ঢাকাWednesday , 26 June 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো কানাডা

Sahab Uddin
June 26, 2024 4:32 pm
Link Copied!

প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিল কানাডা। তবে দ্বিতীয় ম্যাচে পেরুকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখেছে তারা। আজ পেরুকে ১-০ ব্যবধানে হারিয়েছে জেসি মার্শের দল। কোপা আমেরিকায় কানাডার ইতিহাসের প্রথম জয় এটি।

কানসাসের চিলড্রেনস পার্কে আজ বল দখলে শুরু থেকেই দাপট দেখিয়েছে কানাডা। কিন্তু গোল করতে পারেনি তারা। তবে ভালো কিছু সুযোগ তৈরি করেছিল পেরু। কানাডার গোলরক্ষক মেক্সিম ক্রিপাউয়ের দৃঢ়তায় তারাও গোল করতে পারেনি। এদিন দারুণ কিছু সেভ দিয়েছিলেন মেক্সিম। পিয়েরো কুইসপি ও গিয়ানলুকা লেপাদুলার দুর্দান্ত শট ফিরিয়ে দিয়েছেন তিনি।

এদিন তীব্র গরমে ম্যাচের প্রথমার্ধে একজন সহকারী রেফারি অজ্ঞান হয়ে পড়েন। মাঠের পাশেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়।

ম্যাচের ৫৯ মিনিটে ফাউল করে লালকার্ড দেখেন পেরুর ডিফেন্ডার মিগুয়েল আরাওজো। এতে ১০ জনের দলে পরিণত হয় পেরু। দারুণ সুযোগ আসে কানাডার সামনে। সেই সুযোগ হাতছাড়া করেনি দ্য রেডরা।

৭৪ মিনিটে পেরুর জালে বল জড়িয়ে দেয় কানাডা। কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত শটে নিশানা খুঁজে বের করেন জোনাথন ডেভিড।
ম্যাচের শেষদিকে দুই দারুণ আক্রমণ করে পেরু। তবে তাতে কোনো লাভ হয়নি। অবশেষে হেরেই মাঠ ছাড়তে হলো পেরুকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।