লাউতারো মার্টিনেজের জোড়া গোলে ফিওরেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়ে কোপা ইটালিয়ার শিরোপা জিতলো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ইন্টার মিলান। এতে টানা দ্বিতীয়বার কোপা ইটালিয়া শিরোপা জিতলো ইন্টার মিলান।
রোমের স্তাদিও অলিম্পিকোতে, খেলার ৩ মিনিটে গঞ্জালেজের গোলে এগিয়ে যায় ফিওরেন্টিনা। পিছিয়ে থেকে গোল শোধের চেষ্টা করতে থাকা ইন্টারকে, খেলার ২৯ মিনিটে সমতায় ফেরান লাউতারো মার্টিনেজ। ৩৭ মিনিটে তিনি দলের পক্ষে দ্বিতীয় গোল করেন। বাকী সময়ে আরো কোনো গোল না হলে, শিরোপা উল্লাসে মাতে ইন্টার।
চ্যাম্পিয়ন হওয়ায় দারুণ খুশি ইন্টারের কোচ সিমিোনে ইনজাঘি। তিনি জানান, এমন বাজেভাবে কখনও শুরু করিনি আমরা। অবশেষে ছেলেরা খেলায় ফিরেছে। তিনি আরও বলেন, আমি খুব খুশি। কারণ যা চাইছিলাম তাই পেয়েছি। কাপ জিতেছি। গতবারও যেটা জিতেছিলাম। তবে ফিওরেন্টিনা খুব ভালো দল। তাদেরকে হারাতে বহু পরিশ্রম করতে হয়েছে আমাদের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।