মার্কিন যুক্তরাষ্ট্রে চলা কোপা আমেরিকার চলতি আসরে এপর্যন্ত চারজন কোচ নিষিদ্ধ হয়েছেন। তারা ভিন্ন ভিন্ন দলের কোচ হলেও জাতীয়তা একই দেশের, আর্জেন্টিনার। তাদের নিষিদ্ধের কারণও প্রায় একই। প্রথমে আর্জেন্টিনা ও চিলির কোচ এক ম্যাচ করে নিষিদ্ধ হন। পরে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের কোচও নিষিদ্ধ হয়েছেন।
গত শুক্রবার কনমেবল জানায়, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং চিলির কোচ রিকার্ডো গ্যারেকাকে এক ম্যাচ করে নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবারে হওয়া ম্যাচে স্কালোনি এবং গ্যারেকা নিয়ম ভঙ্গ করেছিলেন, সেই অভিযোগে নিষেধাজ্ঞা আসে।
লিওনেল স্কালোনি
ম্যাচের মধ্যবিরতির পর দল দেরিতে মাঠে ঢোকার জন্য নিষিদ্ধের পাশাপাশি তাদের ১৫ হাজার মার্কিন ডলার করে জরিমানা গুণতে হয়েছে। তাতে গ্রুপপর্বের শেষ ম্যাচে ডাগআউটে দেখা যায়নি দুই আর্জেন্টাইন কোচকে।
রিকার্ডো গ্যারেকা
একই রকম কারণে ভেনেজুয়েলার কোচ ফের্নান্দো বাতিস্তাকেও এক ম্যাচ নিষিদ্ধ করে কনমেবল। মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলে জয়ের দিনে দেরিতে মাঠে ঢুকেছিলেন তিনি। তাকেও ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়। পাশাপাশি এমন ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য সতর্কবার্তা দেয়া হয়েছে।
ফের্নান্দো বাতিস্তা
আর্জেন্টিনা, চিলি ও ভেনেজুয়েলার তিন আর্জেন্টাইন কোচের পর আরেক আর্জেন্টাইন কোচ, উরুগুয়ের মার্সেলো বিয়েলসাও এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন। গত বৃহস্পতিবার বলিভিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে বিরতির পর দেরিতে মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা।
মার্সেলো বিয়েলসা
বিয়েসলাকে নিষিদ্ধের পাশাপাশি ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। কোপা আমেরিকার নিয়মে বলা হয়েছে, ‘দলকে অবশ্যই বেধে দেয়া সময়ের প্রতি সম্মান দেখিয়ে খেলা শুরু করতে হবে এবং দলের কোচ সবকিছুর জন্য দায়বদ্ধ থাকবেন।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।