ঢাকাMonday , 13 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

কোচের পারফরম্যান্সে অখুশি বাফুফে, দেশে ফিরলে চাইবে জবাব

BDKL DESK
October 13, 2025 2:55 pm
Link Copied!

স্কোয়াড নির্বাচন নিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এবং অধিনায়ক জামাল ভূঁইয়ার মাঝে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে, যা নজর এড়ায়নি বাফুফের। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট এটা নিয়ে নিশ্চয়ই কাজ করবেন বলে জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। ক্যাবরেরার পারফরমেন্সে ফেডারেশন খুশি নয় বলেও মন্তব্য করেছেন তিনি। এ জন্য অবশ্যই টিম ম্যানেজমেন্ট তাকে জবাবদিহিতার আওতায় আনবে বলেও প্রত্যাশা ফাহাদ করিমের।

হাভিয়ের ক্যাবরেরার স্কোয়াড নির্বাচন বা একাদশ সাজানো নিয়ে দেশের ফুটবল সমর্থকদের ক্ষোভের শেষ নেই। বিশেষ করে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে সমিত সোম, জায়ান আহমেদ, ফাহামেদুল ইসলামদের ছাড়াই প্রথম একাদশ সাজিয়েছিলেন এই স্প্যানিশ কোচ। যা দেখে হতবাক হয়ে গিয়েছিল দেশের ফুটবল সমর্থকরা।

এই স্প্যানিশ কোচের একাদশ নির্বাচন নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। সেটা না করেও যে উপায় ছিলো না তার। ক্যাবরেরার প্রেস কনফারেন্সেই শুধু তিনি ক্যাপ্টেন, কিন্তু জায়গা হয় না একাদশে! এ শুধু বাংলাদেশের ফুটবলেই সম্ভব।

ক্যাবরেরার স্কোয়াড নির্বাচন বরাবরই প্রশ্নবিদ্ধ। দলে যোগ্য ফুটবলার থাকার পরও তার পছন্দ অযোগ্যদের! যা নিয়ে মুখ খুলেছেন লাল সবুজ ফুটবলের দীর্ঘদিনের কাণ্ডারি জামাল ভূঁইয়া। অবশ্য তার এমন অবস্থান নির্দেশ করে দলের বিভাজন। হংকং চায়নার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে যে বিষয় টিম ম্যানেজমেন্ট বেশ গুরুত্ব সহকারে নেবেন বলেই বিশ্বাস বাফুফে সহ সভাপতি ফাহাদ করিমের।

তিনি বলেন, ‘প্লেয়ার এবং কোচদের মধ্যে কোনো গ্যাপ আমি চাই না। আশা করি, ওনার এই স্টেটমেন্টের পর উনি (জামাল) কোচের সঙ্গে বলেছেন, কিংবা ম্যানেজারের সঙ্গে কথা বলেছেন। আশা করি, এ ধরণের কোনো ইস্যু না আসুক। আমি এটাও আশা করি, শুধু জামাল ভাই না, কোনো প্লেয়ারকেই যেন এমন কমেন্ট করতে না হয়।’

দলে কোচের মূল্যায়নের মাপকাঠি তার রেজাল্ট। সেটা হিসেব করলে ক্যাবরেরার ফলাফল গড়ের মাঠ। যা নিয়ে বেজায় অসন্তুষ্ট জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়ার পরও কেনো তিনি রেজাল্ট দিতে পারছেন না, তার জবাব সংশ্লিষ্ট বিভাগ চাইবে বলে মন্তব্য করেছেন ফাহাদ করিম।

তিনি বলেন, ‘একজন হেডকোচের সাফল্য হয় তার রেজাল্টে। রেজাল্ট যদি আসে তবে সেটা তার জন্য ডেফিনিটলি পজিটিভ ফর হিম। কিন্তু ডিজায়ার্ড রেজাল্ট না আসলে…রেজাল্টটা খুব জরুরি। রেজাল্ট নিয়ে শুধু আমি কেন কেউই খুশি না। টেকনিক্যাল টিম, ন্যাশনাল টিমস কমিটি অবশ্যই তাকে প্রশ্নের ভেতরে আনবে।’

১৪ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এসিড টেস্টের মতো। ফেল করলেই শেষ। বাফুফের ফোকাসের পুরোটা জুড়ে তা থাকলেও, এরই মধ্যে শুরু হয়ে গেছে নভেম্বরে ভারতের বিপক্ষে হোম ম্যাচ নিয়ে পরিকল্পনা। ফেডারেশন খুব করে চাইছে ব্লু টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে শক্তিশালী দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে।

ফাহাদ করিম বলেন, ‘একটা প্রস্তুতি ম্যাচ করা যায় কিনা, করলে কখন–এই আলোচনা শুরু হয়েছে। ন্যাশনাল টিমস কমিটি কোচের সঙ্গে কথা বলে প্রস্তুতি ম্যাচ হোক বা অন্যকিছু, কিছু একটার ব্যবস্থা তো করবেই। সূচির তো একটা ব্যাপার আছে, অবশ্যই করবে।’

এদিকে হংকং চায়নার বিপক্ষে রেভিনিউ আয়ের যে টার্গেট নিয়ে কাজ করেছে মার্কেটিং কমিটি, তার প্রায় ৮০ শতাংশ পূরণ হয়েছে বলে জানিয়েছে বাফুফে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।