ঢাকাMonday , 23 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

কোচের চাওয়াতে টাইগারদের সঙ্গী নতুন এক লেগ স্পিনার!

Sahab Uddin
October 23, 2023 12:33 am
Link Copied!

ইতোমধ্যেই চলমান ওয়ানডে বিশ্বকাপে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। আফগানিস্তান বাদে বাকি তিনটিতেই পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করতে হয়েছে সাকিব-তাসকিনদের। বিশ্বকাপে বাংলাদেশ ব্যতীত সবগুলো দলেরই রয়েছে চায়নাম্যান বা লেগ স্পিনার। নেটে লেগ স্পিনারের ছড়াছড়ি থাকলেও জাতীয় দলে খেলার মতো যেন কেউ নেই। লেগ স্পিনারদের বিপক্ষে ব্যাটারদের প্রস্তুতি নিখুঁত করার লক্ষ্যে কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন বয়সভিত্তিক দলের হয়ে খেলা এক লেগ স্পিনার।

জানা যায়, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকা ওয়াসি সিদ্দিকী মুম্বাইয়ে দলের সঙ্গে নেট বোলার হিসেবে যোগ দিয়েছেন। টাইগারদের প্রধান কোচ আরও আগে থেকেই এই লেগিকে দলের সঙ্গে চেয়েছিলেন, কিন্তু ভিসা জটিলতার কারণে ওয়াসির ভারত যেতে বিলম্ব হয়।

বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়া ওয়াসি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। ধারণা করা হচ্ছে, পারফরম্যান্স অব্যাহত রাখতে পারলে তরুণ এই ক্রিকেটার ২০২৪ সালের যুব বিশ্বকাপ দলের নিয়মিত সদস্য হবেন। ক্রিকেট সংশ্লিষ্টরা মনে রছেন, প্রথম শ্রেণির লিগ, বিপিএল ও লিস্ট-এ ক্রিকেটে টানা ম্যাচ খেলার সুযোগ দেওয়া হলে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে পারবেন দেশের লেগ স্পিনাররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।