ঢাকাMonday , 25 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

কিংসে বড় দিন উদযাপন

Sahab Uddin
December 25, 2023 6:34 pm
Link Copied!

খিস্ট্রীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড় দিন। বাংলাদেশি ক্রীড়াবিদদের মধ্যে খিস্ট্রীয় ধর্মবালম্বীর সংখ্যা কম থাকলেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন অনেক খিস্ট্রান ধর্মাবলম্বী। বিশেষ করে প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবের বিদেশি খেলোয়াড়দের অধিকাংশই খিস্ট্রীয় ধর্মাবলম্বী। বিদেশি কোচিং স্টাফও একই মতাবলম্বী।

বাংলাদেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস। সেই বসুন্ধরা কিংসের ছয় জন বিদেশি ফুটবলার ও কয়েকজন বিদেশি কোচিং স্টাফ রয়েছে। আজ বড় দিন উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে তাদের জন্য ভিন্ন আয়োজন করা হয়। কেক কাটা ও আনুষাঙ্গিক সাজসজ্জাও হয়েছে কিংস ক্লাবে। বিদেশি খেলোয়াড়, কোচিং স্টাফের সঙ্গে বাংলাদেশি ফুটবলার ও কোচরা এক সঙ্গে বেশ উৎসবমুখর পরিবেশে বসুন্ধরা কিংস বড় দিন উদযাপন করেছে। বসুন্ধরা কিংস ছাড়া প্রিমিয়ার লিগের অন্য ক্লাবগুলো থেকে এমন উদযাপনের খবর পাওয়া যায়নি।

বড় দিন উপলক্ষ্যে কিংসের বিদেশি ফুটবলার ও কোচিং স্টাফের বিশ্রাম নেয়ার সুযোগ নেই। আগামীকাল ফর্টিজ এফসির বিপক্ষে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। তাই আজ অনুশীলনেও ঘাম ঝরাতে হবে তাদের।

জাতীয় ফুটবল দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অবশ্য বড় দিন উপলক্ষ্যে ছুটি নিয়েছেন। বড় দিন ও নববর্ষ পালন করে বাংলাদেশে ফেরার কথা তার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।