ঢাকাMonday , 16 September 2024
  1. online casino
  2. online casino lebanon
  3. philippines online casino
  4. slovenian online casino
  5. world cup cricket t20
  6. অলিম্পিক এসোসিয়েশন
  7. অ্যাথলেটিক
  8. আইপিএল
  9. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  10. আন্তর্জাতিক
  11. আরচারি
  12. এশিয়া কাপ
  13. এশিয়ান গেমস
  14. এসএ গেমস
  15. কমন ওয়েলথ গেমস

কিংসকে পাল্টা জবাব কোচ মারুফুলের

Sahab Uddin
September 16, 2024 11:25 pm
Link Copied!

অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে ফুটবলার ছাড়া নিয়ে দ্বন্দ্ব তীব্র হচ্ছে কোচ মারুফুল হক ও বসুন্ধরা কিসের মধ্যে।
কিংস বাফুফেকে চিঠি দিয়ে মারুফুল হককে অপেশাদার অভিহিত করে তার অধীনে ফুটবলার না ছাড়ার কথা জানিয়েছে। আবার মারুফুল গণমাধ্যমকে বিবৃতি পাঠিয়ে কিংসের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে এবং ক্লাবের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে মারুফুল হক বলেছেন, ‘বসুন্ধরা কিংসের বাকি ৪ জন খেলোয়াড়কে ছাড় করার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও তাদের পাওয়া যায়নি। আমাদের ম্যানেজার আমাকে ১৪ অক্টোবর রাতে ওই ৪ জনকে ছাড়াই দল চূড়ান্ত করার অনুরোধ করেন। আমিও ১৫ সেপ্টেম্বর ওই ৪ জন ছাড়াই ২৩ জনের দল চূড়ান্ত করি। আমাকে ২৩ জন অপেক্ষাকৃত ফিট খেলোয়াড় বাছাই করার নিমিত্তে বসুন্ধরা কিংসের আসিফ ও মহসিনকে বাদ দিতে হয়েছে।’
‘একটি জাতীয় দলে কারা খেলবে কারা অন্তর্ভুক্ত হবে সেটা নির্ধারণ করবেন দলের হেড কোচ। মূল স্কোয়াড থেকে কোন খেলোয়াড় বাদ দিলে সেটা অসৌজন্যমূলক আচরণ হয়- এমন নজির আমার কর্মজীবনে কোথাও দেখি নাই। একজন বয়সভিত্তিক জাতীয় দলের কোচ এর আচরণ বিধি লংঘণ বা অমান্য করেছে সেটা কি কোন ক্লাব বলার এখতিয়ার রাখে? এটা একরকম ঔদ্যত্যপূর্ণ আচরণের পর্যায়ে চলে যায় না কি?’
বিবৃতিতে তিনি আরো বলেছেন, ‘বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে আমাকে হেয় প্রতিপন্ন করার যে ব্যর্থ প্রয়াস করেছে, আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এ ধরনের বক্তব্য যদি বসুন্ধরা কিংস প্রত্যাহার না করে তবে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।