বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ার ঘিরে জমে উঠেছে নাটকীয় এক দ্বন্দ্ব। গুঞ্জন ছিল, বিসিবি সভাপতি ফারুক আহমেদ শিগগিরই দায়িত্ব ছাড়ছেন। আলোচনার ঝড় উঠেছিল, ক্রীড়া মন্ত্রণালয়ের অনিচ্ছায় তাঁর পদ থেকে বিদায় আসন্ন। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেই মুখ খুললেন তিনি ‘আমি পদত্যাগ করছি না!’
দেশের জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে দৃঢ় কণ্ঠে ফারুক আহমেদ জানিয়ে দেন, ‘আমাকে বলা হয়েছে, সরকার আমাকে আর সভাপতি হিসেবে রাখতে চায় না। কিন্তু তারা কেন রাখতে চায় না, সে কারণ তো জানায়নি। আমি কি অকারণে পদ ছাড়ব?’
কোনো অনুশোচনা নয়, কোনো দ্বিধাও নয় চোখে স্পষ্ট দৃঢ়তা। যেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি, ‘আমি আমার মেয়াদের শেষদিন পর্যন্ত দায়িত্ব পালন করব।’
এই ঘোষণার পর যেন নতুন মোড় নেয় বিসিবির অভ্যন্তরীণ রাজনীতি। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসভবনে এক গোপন বৈঠকে দেখা করেন ফারুক আহমেদ। সেখানেই প্রথমবার জানা যায়, সরকার নাকি তাঁকে আর বোর্ডে রাখতে চায় না।
কিন্তু সরকার চাইলেই কি সব হয়ে যায়? বিসিবির রুল বুক বলছে, ফারুককে সরাতে হলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতেই হবে। আর এই জটিলতার মাঝেই, ফারুক আহমেদ যেন হুঙ্কার দিয়ে জানিয়ে দিলেন ‘এ লড়াই আমি ছেড়ে দেব না!’
অক্টোবরে শেষ হচ্ছে তার মেয়াদ। এরই মধ্যে তিনি ঘোষণাও দিয়েছেন, নতুন সভাপতি নির্বাচনের উদ্যোগ নেবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।