ভারত ও বাংলাদেশের দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর। কানপুরে দ্বিতীয় ম্যাচ হবে ২৭ সেপ্টেম্বর। এই টেস্টে সফরকারী দলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। পরিস্থিতি এমন যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এই ম্যাচের ভেন্যু ইন্দোরে সরিয়ে নেওয়ার চিন্তা করছে।
বিসিসিআইর ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যম এপিবি লাইভকে জানিয়েছে, এখনও আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শিগগিরই ঘোষণা আসছে।
গত ৫ আগস্ট গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার খবর প্রচার হচ্ছে গণমাধ্যমে। এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের ভারত সফরের বিরোধিতা করে ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল।
এর আগে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচের বিরোধিতা করেছিল হিন্দু মহাসভা। ১৪ আগস্ট প্রকাশিত রিপোর্টে পিটিআই মহাসভা ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদবাজের উদ্ধৃতি দেয়, ‘বাংলাদেশের হামলার শিকার হিন্দুরা। মন্দির ধ্বংস করা হয়েছে। হিন্দু মহাসভা গোয়ালিয়রে ভারত-বাংলাদেশের ক্রিকেট ম্যাচের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।