ব্রিটিশ বিশেষজ্ঞ জেমস কালডারের নেতৃত্বে কাতারে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের গোঁড়ালির অস্ত্রোপচার সম্পন্ন হবে। আসপিটার হাসপাতাল জানিয়েছে, পিএসজির ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডের অস্ত্রোপচার কালডারের স্পোর্টস মেডিসিন ক্লিনিকে সম্পন্ন হবে।
ক্লিনিকের এক বিবৃতিতে জানানো হয়, ‘আসপিটারের এ্যাঙ্কেল সার্জন এক্সপার্ট প্রফেসর পিটার ডি’হুগে ও লন্ডনের এ্যাঙ্কেল সার্জেন প্রফেসর জেমস কালডার পুরো অস্ত্রোপচার প্রক্রিয়া পরিচালনা করবেন।’
এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে কালডারের অধীনে আসপিটার হাসপাতালে নেইমার চিকিৎসা নেন।সম্প্রতি এই ইনজুরির কারণে আগামী চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার। কার্যত পুরো মৌসুমই তিনি আর মাঠে নামতে পারছেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। নেইমার টুইটারে লিখেছেন, ‘আরো শক্তিশালী হয়ে আমি ফিরে আসবো।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।