ঢাকাThursday , 30 May 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

কাতারের বিশ্বকাপ বাছাই পর্বের দলে বাংলাদেশি তরুণ

BDKL DESK
May 30, 2024 7:18 pm
Link Copied!

প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির হামজা চৌধুরীর বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলাটা সময়ের ব্যাপার। চলতি বছরেই তাকে লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যেতে পারে। ইংলিশ ফুটবল মাতানো তারকার বাংলাদেশ দলের হয়ে খেলাটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার। হামজার আগে জামাল ভূঁইয়া, তারিক কাজীরাও আবাসভূমি ছেড়ে ছুটে এসেছেন মাতৃভূমির হয়ে খেলার আহ্বানে। তবে এর বিপরীত দিকও আছে। বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কয়েকজন ফুটবলার তাদের আবাসভূমির হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব ও এশিয়ান কাপ ২০২৭ এর যৌথ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বর্তমান এশিয়া চ্যাম্পিয়ন কাতার। এরই মধ্যে তৃতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় এই দুই ম্যাচের জন্য দলের প্রধান খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছেন কোচ মারকুয়েজ লোপেজ। ২০২৩ এশিয়া কাপ চ্যাম্পিয়ন দলের আকরাম আফিফ, আলমোয়েজ আলিদের তাই আফগানিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচে দেখা যাবে না।

জুনের ফিফা উইন্ডোতে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বেশ কয়েকজন তরুণকে জায়গা দিয়ে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে কাতার। যে দলে ডাক পেয়েছেন অ্যাস্পায়ার একাডেমি থেকে বেড়ে ওঠা তরুণ নাবিল ইরফান। কাতারের স্টারস লিগের দল আল ওয়াকরাহর এই ডিফেন্সিভ মিডফিল্ডার জন্মসূত্রে বাংলাদেশি।

ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী নাবিল ইরফানের জন্ম ২০০৪ সালের ফেব্রুয়ারিতে। নাবিলের বাংলাদেশি বাবা-মা চাকরিসূত্রে কাতারে বসবাস করলেও তাদের পৈতৃক বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়। নাবিলের লেখাপড়ার হাতেখড়ি বাংলাদেশি দূতাবাস পরিচালিত বাংলাদেশ এমএইচএম স্কুলে।

ফুটবলীয় দক্ষতার কারণে কাতারের বিখ্যাত অ্যাস্পায়ার একাডেমিতে সুযোগ পেয়ে যান নাবিল। এই একাডেমি থেকেই কাতারের বেশিরভাগ তরুণ ফুটবলার উঠে আসে। দেশটির সর্বোচ্চ প্রতিভাবান তরুণ ফুটবলাররাই এই একাডেমিতে সুযোগ পয়ে থাকেন।

১৫ বছর বয়সে কাতারের অনূর্ধ্ব ১৬ দলে জায়গা করে নেন নাবিল। ২০১৯ সালে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে কাতারের জার্সিতে তিনটি ম্যাচেই পুরো ৯০মিনিট করে খেলেন তিনি। সেই আসরেই মাতৃভূমি বাংলাদেশের বিপক্ষেও খেলেছিলেন নাবিল।

মাত্র ১৭ বছর বয়সেই কাতারের শীর্ষ ফুটবল লিগ স্টারস লিগে খেলার সুযোগ পান নাবিল। আল ওয়াকরাহ এফসির হয়ে খেলছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেললেও অবশ্য কোনো গোল করতে পারেননি তিনি।

২০২২ ফিফা বিশ্বকাপে স্বাগতিক হিসেবে খেলেছিল কাতার। নিজেদের শক্তিমত্তা বাড়াতে বিভিন্ন দেশ থেকে অভিবাসী হওয়া মানুষদের দলে সুযোগ দিয়ে থাকে। বিশ্বকাপ বাছাই পর্বের দলে বাংলাদেশের নাবিল ইরফানের মতোই ডাক পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত তরুণ তাহসিন মোহামেদ। কাতার স্টারস লিগের ক্লাব আল দুহাইলের এই তরুণ সেনসেশনও অ্যাস্পায়ার একাডেমি থেকেই উঠে এসেছেন।

আগামী ৬ জুন সৌদি আরবের প্রিন্স আব্দুল্লাহ বিন জালাউই স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে কাতার। এরপর ১১ জুন নিজ দেশে আহমাদ বিন আলি স্টেডিয়ামে ভারতকে আতিথ্য দেবে দলটি।

কাতারের স্কোয়াড: আমির হাসান, আলি নাদের, সাদ আল শিব, শিহাব আল লাইথি, আব্দুল্লাহ আল আহরাক, আব্দুল্লাহ আল ইয়াজিদি, আব্দুল্লাহ ইউসেফ, আহমেদ আল জানাহি, আহমেদ ফাতহেই, আহমেদ আল রাউই, আল হাশেমি আল হুসেইন, ফারেস সাঈদ, হোমাম আল আমিন, হাজেম আহমেদ, ইবরাহিম আল হাসা, জাসিম আল সারসানি, খালেদ আলি, মাহাদি মাগেদ আল মোয়াজাবা, মোহামেদ আয়াশ, মোহামেদ খালেদ, মুস্তাফা তারিক, নাবিল ইরফান, নাইফ আল হাদরামি, তাহসিন মোহামেদ, তামিম মানসুর, ইউসেফ আব্দুলরাজ্জাক, ইউসেফ আয়মান, অউসেফ মোহামেদ এবং ইউসেফ জাইদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।